মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্ব উষ্ণায়ণে আরো বড়সড় বিপর্যয়ের ইঙ্গিত দিল আইপিসিসি। আগামী শতক অর্থাৎ ২১০০-এর মধ্যে গড়ে ২ ডিগ্রির বেশি বাড়বে পৃথিবীর তাপমাত্রা। প্রাক-শিল্পায়নের যুগের তুলনায় এ বৃদ্ধি উদ্বেগজনক। এমনটাই জানিয়েছে ওই কমিটি। অবিলম্বে গ্রিন হাউস গ্যাস নির্গমন রোধে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছে আইপিসিসি। আবহাওয়া পরিবর্তন তদারকি কমিটি আইপিসিসি বা আন্তঃসরকার কমিটি। তারাই স¤প্রতি ষষ্ঠ সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টের প্রথম ভাগেই এই উদ্বেগের কথা বলা।
রিপোর্টে পৃথিবীর আবহাওয়ার সা¤প্রতিক অবস্থান খতিয়ে দেখা হয়েছে। সেই তদন্তে দেখা গেছে, প্রতিনিয়ত এই গ্রহে বদল ঘটছে, যার প্রভাব পড়ছে গ্রহ এবং জীবজন্তুর ওপর। বিজ্ঞানসম্মত উপায়ে তৈরি করা এ সমীক্ষা রিপোর্ট সর্বজনগ্রাহ্য। সেই রিপোর্টে উল্লেখ, প্রাক-শিল্পায়ন সময় থেকে এখনও পর্যন্ত বিশ্বে উষ্ণায়ণ প্রায় ১.১ ডিগ্রি বেড়েছে। ২০৪০-এর মধ্যে ১.৫ ডিগ্রি উষ্ণায়ণ বাড়ার পূর্বাভাস সেই রিপোর্টে।
২০১৫ সালে স্বাক্ষরিত প্যারিস চুক্তির মূল উপলক্ষ্য ছিল তাপমাত্রা হ্রাস। আন্তর্জাতিকভাবে আবহাওয়া পরিবর্তন মোকাবিলা। প্রাক-শিল্পায়নের তুলনায় প্রায় ১.৫ ডিগ্রি সেলসিয়াস হ্রাস করাই ছিল সে চুক্তির সঙ্কল্প। গবেষকদের মত, গড়ে দুই ডিগ্রির বেশি তাপমাত্রা পরিবর্তন বিপর্যয় ডেকে আনতে পারে। যার প্রভাবে মানুষসহ অন্য জীবের অস্তিত্ব সঙ্কটে পড়বে।
সমীক্ষায় বলা হয়েছে, অবিলম্বে দেড়-দুই ডিগ্রি তাপমাত্রা হ্রাস প্রায় অসম্ভব। যদি না দ্রুতহারে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানো যায়। সূত্র : হিন্দুস্তান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।