Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুশ বিমান হামলায় এক বছরে ৯ হাজারের বেশি নিহত আলেপ্পো দখলে ব্যাপক সংঘর্ষ

প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোর দখল নিতে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। গত শুক্রবার আলেপ্পোর উত্তরাঞ্চলীয় গুরুত্বপূর্ণ হানদারাত শরণার্থী শিবির দখলে দু’পক্ষের মধ্যে ওই রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। এই শিবির দখলের মাধ্যমে রুশ বিমানবাহিনীর সহায়তায় সমগ্র আলেপ্পো দখলে প্রায় এক সপ্তাহ আগে শুরু হওয়া প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর অভিযান অনেকটাই বেগ পেল বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এদিকে, সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদের সমর্থনে এক বছর আগে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর শুরু হওয়া রুশ বিমান হামলায় এ পর্যন্ত ৯ হাজার ৩০০ জনের বেশি লোক নিহত হয়েছে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সিরিয়ান অবজারভেটরি জানায়, গত শুক্রবার সিরিয়ার সরকারি বাহিনী হানদারাত দখলের পাশাপাশি শিবির সংলগ্ন কিন্দি হাসপাতালও নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। সিরিয়া যুদ্ধে প্রেসিডেন্ট আসাদের হয়ে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করা লিবিয়ার সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর পক্ষ থেকেও কিন্দি হাসপাতাল দখলের দাবি জানানো হয়। তবে কিন্দি হাসপাতাল দখলের সরকারি দাবিকে নাকচ করে দিয়েছে বিদ্রোহীরা। শরণার্থী শিবিরের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করলেও বিদ্রোহীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কিন্দি হাসপাতাল সংলগ্ন অঞ্চলে সরকারি বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ চলছে। বিদ্রোহীদের একজন সিনিয়র নেতা জানান, সরকারি বাহিনী আলেপ্পোর পূর্বদিকে একটি পাহাড়ের চূড়া থেকে বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে কামান হামলা চালাচ্ছে। এদিকে, একই দিন সরকারি হামলায় বিদ্রোহী নিয়ন্ত্রিত সুলেইমান আল-হালাবি অঞ্চলের একটি পানির পাম্প ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি। এর ফলে আলেপ্পোর অবরুদ্ধ বেসামরিক লোকদের পানির দুর্ভোগ আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে, সিরিয়ায় গত এক বছরে রুশ বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৯ হাজার ৩৬৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি। এর মধ্যে অন্তত ৩ হাজার ৮০০ জনই বেসামরিক লোক বলে জানিয়েছে সংস্থাটি। সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধের প্রথম থেকেই প্রেসিডেন্ট আসাদকে সমর্থন জানিয়ে আসছে রাশিয়া। যযুক্তরাষ্ট্র এবং এর মিত্রদের পক্ষ থেকে অনেকবারই প্রেসিডেন্ট আসাদকে সরানোর চেষ্টা করা হলেও রাশিয়ার বিরোধিতায় তা ভেস্তে গেছে। প্রথমদিকে সিরিয়ার সরকারি বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে সাহায্য করার মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীকালে প্রেসিডেন্ট আসাদের অনুরোধে সিরিয়ায় সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আর গত বছর ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয় বিমান হামলা। সেই থেকে এখন পর্যন্ত সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে অব্যাহত বিমান হামলা চালিয়ে আসছে দেশটি। সিরিয়ান অবজারভেটরি জানায়, রাশিয়ার হামলায় প্রায় চার হাজার বেসামরিক লোক নিহত হওয়ার পাশাপাশি ইসলামিক স্টেট (আইএস) এবং বিভিন্ন বিদ্রোহীগোষ্ঠীর প্রায় ৫ হাজার ৫০০ সদস্য নিহত হয়েছে। এছাড়া এসব হামলায় প্রায় ২০ হাজার বেসামরিক লোক গুরুতর আহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরিপ্রধান রামি আবদেল রহমান জানান, রাশিয়ার বিমান হামলায় নিহতের সঠিক সংখ্যা নির্ণয় করা সম্ভব নয়। কারণ, এমন অনেক বিমান হামলার ঘটনাই রয়েছে, যেখানে হামলাকারী বিমানের আসল পরিচয় শনাক্ত করা যায়নি বা কোনো পক্ষ থেকে ওইসব হামলার দায় স্বীকার করে বিবৃতিও দেয়া হয়নি। আল-জাজিরা, রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রুশ বিমান হামলায় এক বছরে ৯ হাজারের বেশি নিহত আলেপ্পো দখলে ব্যাপক সংঘর্ষ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ