Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীর প্রশ্নে ভারতের নতুন কৌশল

প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রক্ষণাত্মক অবস্থান থেকে, ভারত এখন আক্রমণাত্মক রক্ষণের পথে চলে এসেছে নয়াদিল্লিতে এক শীর্ষ নিরাপত্তা বৈঠকে এমনই মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে আখ্যা দিয়ে সার্জিক্যাল অ্যাটাক চূড়ান্ত সফল হয়েছে বলে দাবি করে আসছে ভারত। তবে পাকিস্তান তা বরাবরই অস্বীকার করে আসছে। সেদিনের সেই হামলার পরে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করতে নতুন করে কৌশল সাজানো হচ্ছে দিল্লির পক্ষ থেকে। সীমান্তে এবং নিয়ন্ত্রণ রেখায় যেমন কড়া নজরদারি রাখা হয়েছে তেমনই চলবে জানিয়েছে দেশটির সরকারি সূত্র। আর তার পাশাপাশি অর্থনৈতিক ও কূটনৈতিক দিক থেকেও পাকিস্তানকে চাপের মুখে রাখতে সর্বশক্তি খরচ করছে ভারত। ভারতের নতুন এই কৌশলে পাকিস্তানের অর্থনীতি ও অভ্যন্তরীণ নিরাপত্তাকে টার্গেট করতে চাইছে মোদি সরকার। জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর প্রশ্নে ভারতের নতুন কৌশল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ