Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীমনি-হেলেনা-পিয়াসা-মৌ ও নজরুলসহ ১০ আসামির অবৈধ আয় খুঁজছে সিআইডি

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২১, ৮:৫৮ পিএম

চিত্রনায়িকা পরীমনি, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীর, মডেল পিয়াসা-মৌ ও প্রযোজক নজরুল ইসলাম রাজসহ ১০ আসামির অবৈধ কোনো আয় আছে কি না, তা খতিয়ে দেখছে সিআইডি। এসব আসামির মামলার তদন্ত প্রক্রিয়ার সঙ্গে জড়িত সিআইডির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে।

সিআইডির ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, পরীমনি, নজরুল ইসলাম, হেলেনা জাহাঙ্গীরদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে পাওয়া নানা তথ্যাদি যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের যদি অবৈধ সম্পদের খোঁজ পাওয়া যায়, তাহলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনি ও তাঁর সহযোগী আশরাফুল ইসলাম, পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমি, প্রযোজক নজরুল ইসলাম এবং তার সহযোগী সবুজ আলীসহ সাত আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। পরীমনি, নজরুল ইসলামের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে সোমবার। কাল মঙ্গলবার তাদের আদালতে হাজির করবে সিআইডি।

সিআইডি সূত্র বলছে, পরীমনি ও নজরুল ইসলামকে আবার রিমান্ডে নেয়ার আবেদন করা হতে পারে। এ ছাড়া কথিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ, আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর, মাসুদুল ইসলাম জিসান, শরফুল হাসান মিশুর বিরুদ্ধে করা মামলাও তদন্ত করছে সিআইডি। হেলেনা ও শরফুলকে এখনো নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেনি সংস্থাটি। তবে অন্যদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তারকা কেলেঙ্কারি

১ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ