Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে ভূমিধসের ঘটনায় কমপক্ষে ৮ জনের মৃত্যু নিখোঁজ ১৯

প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক
চীনের পূর্বাঞ্চলীয় দুটি গ্রামে ভয়াবহ ভূমিধসের ঘটনায় কমপক্ষে ৮ জন মারা গেছে এবং এখনো প্রায় ১৯ জন নিখোঁজ রয়েছে। গতকাল স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া এ কথা জানায়।
টাইফুন ম্যাগির প্রভাবে প্রবল বর্ষণের ফলে বুধবার ভূমিধসের এ ঘটনা ঘটে। এতে ঝিনজিয়াং প্রদেশের সুচাং কাউন্টির সোকোন ও বাওফেং গ্রামের অনেক বাড়িঘর মাটির নিচে চাপা পড়ে। বার্তা সংস্থা জানায়, জীবিতদের উদ্ধারে সেখানে বিভিন্ন খনন যন্ত্র নিয়ে ৪ হাজারেরও বেশি উদ্ধার কর্মী তাদের তৎপরতা চালাচ্ছে। তবে বিরূপ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। সামাজিক যোগাযাগ মাধ্যমে দেয়া এ ভূমিধসের ভিডিও ফুটেজে প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢল নেমে আসতে দেখা গেছে।
খবরে বলা হয়, ইতোমধ্যে টাইফুন মেগির আঘাতে বুধবার সকালে একজনের মৃত্যু হয়। উপকূলীয় ফুজিয়ান প্রদেশের একটি গ্রামের ঘরবাড়ি আকস্মিক বন্যায় ভেসে যাওয়ায় এ লোক মারা যায়। সূত্র : সিনহুয়া, এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীনে ভূমিধসের ঘটনায় কমপক্ষে ৮ জনের মৃত্যু নিখোঁজ ১৯
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ