বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৪৩ জনে। একই সময়ে নতুন করে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৩৯১ জনের।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগের ৮ জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রংপুরে ৫ জন, নীলফামারীতে ৩ জন, কুড়িগ্রামে ১ জন, গাইবান্ধায় ২ জন, দিনাজপুরে ৩ জন ঠাকুরগাঁওয়ে ৪ জন এবং পঞ্চগড়ে ১ জন।
একই সময়ে বিভাগে এক হাজার ৫৩১ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন মোট ৩৯১ জন। এদের মধ্যে রংপুরে ১০২ জন, নীলফামারীতে ৩৬ জন, লালমনিরহাটে ২১ জন, কুড়িগ্রামে ৪২ জন, গাইবান্ধায় ৩৪ জন, দিনাজপুরে ৬৩ জন, ঠাকুরগাঁওয়ে ৫৫ জন এবং পঞ্চগড়ে ৩৮ জন।
বিভাগের ৮ জেলায় এখন পর্যন্ত মোট ১ হাজার ৪৩ জন মৃতের মধ্যে রংপুরের ২৩৭ জন, নীলফামারীর ৭৫ জন, কুড়িগ্রামের ৫৮ জন, লালমনিরহাটের ৫৭ জন ও গাইবান্ধার ৫৪ জন, দিনাজপুরের ২৯৬ জন, ঠাকুরগাঁওয়ের ২০১ জন এবং পঞ্চগড়ের ৬৫ জন।
এখন পর্যন্ত শনাক্ত হওয়া ৪৮ হাজার ৭৪২ জনের মধ্যে রংপুরে ১১ হাজার ৫১ জন, গাইবান্ধায় ৪ হাজার ১৯১ জন, নীলফামারীর ৩ হাজার ৯৭১ জন, কুড়িগ্রামে ৪ হাজার ৩৭ জন, লালমনিরহাটে ২ হাজার ৪৩৮ জন, দিনাজপুরে ১৩ হাজার ৩৯৩ জন, ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫৬০ জন এবং পঞ্চগড়ে ৩ হাজার ১০১ জন। এখন পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন মোট ৩৮ হাজার ৫২৬ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।