Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে চলমান বিধিনিষেধের মধ্যেই চলছে যানবাহন ও মানুষ জন

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২১, ৬:২৪ পিএম

নীলফামারী সৈয়দপুরে চলমান বিধিনিষেধের মধ্যেই চলছে যানবাহন ও মানুষজন। বিধিনিষেধের আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোরতা আর আগের মতো চোখে পড়ছে না। আজ প্রায় তিন-চারদিন থেকেই সকালে যানবাহনের জটলা থাকছে শহরের বিভিন্ন সড়কে। ঈদের তৃতীয় দিন থেকে সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে তৎপরতায় ছিল তা এখন আর দেখা যাচ্ছে না।

শহরে বিধিনিষেধ উপেক্ষা করে রাস্তায় বের হচ্ছে মানুষ ও যানবাহন। বিশেষ করে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বেড়েছে। তার মধ্যে অনেকেই গাদাগাদি করে স্বাভাবিক সময়ের মতোই নিজ নিজ গন্তব্যে ছুঁটছে মানুষজন। আইন-শৃঙ্খলা বাহিনীর শিথিলতায় অটোরিকশার পাশাপাশি রিক্সা ও ব্যক্তিগত যানবাহনের চলাচলও বেড়েছে।

আজ সোমবার (৯ আগস্ট) শহরের পাঁচমাথা মোড়, বঙ্গবন্ধু সড়ক (রংপুর রোড), শহীদ ডা. জিকরুল হক রোড, শহীদ ডা. শামসুল হক রোড, শহীদ তুলশীরাম রোড (দিনাজপুর রোড), শের-ই-বাংলা রোড (সিনেমা রোড) ঘুরে দেখা গেছে এসব দৃশ্য ।

এছাড়া শহরের বাইরে চৌমুহনী এলাকা, কামারপুকুর মোড়, বোতলাগাড়ী বাইপাস মোড়, নেজামের চৌপথি, ওয়াপদা মোড়, রাবেয়া বাসষ্ট্যান্ড ও কাজীপাড়া মোড়ে শহরের প্রবেশ পথে দেখা গেছে জান ও মানুষজন রাস্তায় স্বাভাবিকভাবে বের হয়েছেন। সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় মানুষজন সচেতন থাকলেও এখন তা দেখা যাচ্ছেনা।

চলমান সপ্তাহে রাত ছাড়া সব সময়ই কাঁচাবাজার ও খাদ্য পণ্যের দোকান খোলা থাকছে। প্রধান প্রধান সড়কের পাশে থাকা ব্যবসায়ীরা দোকানের অর্ধেক সার্টার খুলে নির্বিঘ্নে ব্যবসা করছেন। বেশিরভাগ মানুষ রাস্তায় বের হলেও মুখে মাস্ক পরছেন না। কেউবা আবার শার্টের বুক পকেটে ও মুখের নীচে মাস্ক রেখে ঘুরছেন। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঔষধের দোকান গুলোতে গাদাগাদি করে ঔষধ ক্রোয় করছেন এমনকি দোকানিরা নিজেও মাস্ক পরছেন না।

জানতে চাইলে সৈয়দপুর উপজেলা প্রশাসন (ভারপ্রাপ্ত) রমিজ আলম জানান, আমরা সরকারে নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছি। মানুষজনকে স্বাস্থ্যবিধি মনে চলাফেরা করতে নির্দেশনা দিচ্ছি।(ছবি আছে)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নীলফারমারী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ