Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেই শাহীন চেয়ারম্যানের বিরুদ্ধে স্বাস্থ্য কর্মীকে মারধরের অভিযোগে মামলা

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২১, ৬:০৭ পিএম | আপডেট : ৬:২২ পিএম, ৯ আগস্ট, ২০২১

পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন হাওলাদারের বিরুদ্ধে ইউনিয়ন স্বাস্থ্য সহকারিকে মারধর ও সরকারি কাজে বাঁধা প্রদানের ঘটনায় মামলা হয়েছে। স্বাস্থ্য সহকারি আল আমিন সিকদার আজ সোমবার দুপুরে বাউফল থানায় এ মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালীর সিভিল সার্জন ডা: মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, কোভিড-১৯ এর ঠিকাদান কর্মসূচির স্বাস্থ্য সহকারীকে সরকারী কাজে বাধাপ্রদান সহ মারধরের অভিযোগ গতকাল তার কাছে লিখিত ভাবে দেয়া হয়েছিল।
জানাগেছে, শনিবার সারা দেশের মত কনকদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কোভিড-১৯ এর ঠিকাদান কর্মসূচি চলছিল। বেলা ১১টার চেয়ারম্যান শাহিন ভোটার আইডি কার্ডের ফটোকপি রেখে টিকা দেয়ার জন্য স্বাস্থ্য কর্মীদের চাপ প্রয়োগ করেন। স্বাস্থ্য সহকারি মো. আল আমিন সিকদার সরকারি নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে টিকা দেয়ার কথা বললে শাহিন ক্ষিপ্ত হয়ে এলোপাথাড়ি কিল ঘুষি ও লাথি মারেন। তখন শাহীন ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক তাছলিমা নাজনিন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহাকে অশ্লীল ভাষায় গালাগাল করেন। বিষয়টি তারা দুইজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে লিখিত ভাবে জানানোর পর চেয়ারম্যান শাহিনের বিরুদ্ধে ওই মামলা হয়। মামলার বাদী মো: আলআমীন সিকদার জানান ,বাউফল থানার মামলা নং ৪,তাং ০৯.০৮.২১ ।
বাউফল থানার অফিসার ইন চার্জ(ওসি) মো. আল মামুন বলেন, সরকারী কাজে বাধা প্রদান সহ সরকারী কর্মচারীকে মারধরের অভিযোগে কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন হাওলাদারের বিরুদ্ধে ‘মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামীর বিরুদ্ধে পরর্বতী আইনী কার্যক্রম কার্যক্রম চলছে।’
উল্লেখ যে, গত ২৫জুন সালিস বৈঠকে এক কিশোরীকে জোড় পূর্বক বিয়ে করে ব্যাপক সমালোচিত হন চেয়ারম্যান শাহিন হাওলাদার। এর আগে তিনি সরকারি কর্মকর্তাকে মারধর করে ব্যাপক সমালোচিত হন। শাহিন হাওলাদার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক । তিনি ওই ইউপি থেকে নৌকা প্রতীক নিয়ে পর পর দুই বার চেয়ারম্যান নির্বাচিত হন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ