মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গ্রিসে দাবানল নিভাতে গিয়ে একটি দমকল বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির জাকিনথস দ্বীপে রোববার বিমানটি বিধ্বস্ত হয়, তবে সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন এর পাইলট।
বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। পাইলটকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানটি লাগোপোডো-মাচেরাদো এলাকাজুড়ে আগুন নিভানোর কাজে করছিল।
গ্রিসের ১৫৪টি স্থানে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। আগুনে পুড়ে মারা গেছেন দমকলকর্মীসহ দুজন। এখন পর্যন্ত দগ্ধ হয়েছেন কমপক্ষে ২০ জন।
আগুন থেকে বাঁচতে ঘর ছেড়ে পালিয়েছেন শত শত গ্রিক নাগরিক। গত ১০ দিনের দাবানলে এক লাখ ৪০ হাজার একর জমি পুড়ে ছাই। রোববারও দাবানলের ভয়াবহ আগুন নেভাতে মরিয়া দমকল বাহিনীর ১৪৫০ সদস্য।
গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং ঘরবাড়িতে আগুনে পুড়ে যাওয়ায় হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।
দাবানল থেকে সৃষ্ট এ আগুন নেভাতে ২০০ কর্মী পাঠিয়েছে ইউক্রেন। রোমানিয়া পাঠিয়েছে ২৩ দমকল গাড়ি এবং সাতটি দমকল বিমান। সূত্র : ডেইলি সাবাহ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।