বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনায় করোনা আক্রান্ত দুইটি শিশুকে করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে শিশু ভর্তির ঘটনা খুলনায় এই প্রথম। শিশু দুটির বয়স যথাক্রমে ৬ মাস ও ৯ মাস।
করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার রোববার রাতে জানান, শনিবার বিকাল পৌনে পাঁচটায় খুলনার বটিয়াঘাটা উপজেলার কল্যাণশ্রী গ্রামের শাহজাহান খাঁর ছয় মাসের শিশু পুত্র আমীর হামজাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবারে অন্য কেউ করোনায আক্রান্ত হয়নি। এছাড়া একই দিন বিকালে ওই উপজেলার হোগলবুনিয়া গ্রামের কুমারেশ বালার নয় মাসের শিশু পুত্র সুমন বালাকে হাসপাতালে ভর্তি করা হয়। সুমনের মা সুজাতা বালাও (২৭) করোনা আক্রান্ত হয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ডা. সুহাস রঞ্জন হালদার আরো জানান, এর আগে করোনা আক্রান্ত শিশুদের বহির্বিভাগ থেকে পরামর্শ দেওয়া হয়েছে। তারা বাড়িতে থেকে চিকিৎসা নিয়েছে। এই প্রথম খুলনায় হাসপাতালে করোনা আক্রান্ত শিশু রোগী ভর্তি হলো। তাদের অবস্থা শংকামুক্ত নয়। শিশু আমীর হামজার পরিবারের সদস্যরা জানান, শিশুটি কিভাবে করোনায় আক্রান্ত হলো তা তারা বলতে পারছেন না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।