Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদী দূতাবাস খুলছে

পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রীর হস্তক্ষেপ কামনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

ঢিলেঢালা লকডাউন চলাকালে গতকাল রোববার থেকে ঢাকাস্থ সউদী দূতাবাসের কার্যক্রম সীমিত আকারে শুরু হয়েছে। সাধারণ লেবার ও কোম্পানির ভিসা স্ট্যাম্পিং এর জন্য জমা নেয়া না হলেও দূতাবাস কর্তৃপক্ষ শুধু হাউজ ক্যাটাগরির পাসপোর্ট জমা নিচ্ছে। কিন্ত সউদীগামী সাধারণ লেবার ও কোম্পানির ভিসার পাসপোর্ট জমা না নেয়ায় হাজার হাজার সউদীগামী অনিশ্চয়তায় মুখে পড়ছেন। বায়রার সাবেক মহাসচিব মো.রুহুল আমিন গতকাল ইনকিলাবের সাথে আলাপকালে সউদীগামী অপেক্ষামান সাধারণ লেবার ও কোম্পানির ভিসা স্ট্যাম্পিং করার জন্য দূতাবাসে পাসপোর্ট জমা নেয়ার বিষয়টি দ্রæত নিশ্চিত করার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
কঠোর লকডাউন শুরু হওয়ায় গত জুলাই মাসের শেষের দিকে সউদী দূতাবাসের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। গতকাল থেকে আমেল মঞ্জিলিয়া (মহিলা গৃহকর্মী), আমেল মঞ্জিল, তাব্বাক মঞ্জিল, হারেস ও সাওয়াখখাস ভিসা স্ট্যাম্পিং করার জন্য পাসপোর্ট জমা নেয়া শুরু করেছে দূতাবাস। এতে সউদী গমনেচ্ছু কর্মীদের মাঝে কিছুটা আশার আলো দেখা দিয়েছে। গতকাল রোববার একাধিক রিক্রুটিং এজেন্সির স্বত্বাধিকারী এতথ্য জানিয়েছেন।
আল রাবেতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ও বায়রার সাবেক যুগ্ম মহাসচিব আলহাজ মো. আবুল বাশার করোনা মহামারির মাঝে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া অব্যাহত রাখায় রাজকীয় সউদী সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, গতকাল সউদী দূতাবাসের কার্যক্রম শুরু হওয়ায় রিক্রুটিং এজেন্সিগুলোর মাঝে আশার আলো দেখা দিয়েছে। তিনি সউদী রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়ে সাধারণ লেবার ও কোম্পানি ভিসার অপেক্ষমান পাসপোর্ট স্ট্যাম্পিং এর জন্য জমা নেয়ার অনুরোধ জানান। তিনি বলেন, সাধারণ লেবার ও কোম্পানির ভিসার পাসপোর্ট জমা নেয়া শুরু না হওয়ায় অনেকের মেডিক্যাল পরীক্ষার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তিনি সউদীর শ্রমবাজার ধরে রাখা এবং সকল রিক্রুটিং এজেন্সির স্বার্থে সাধারণ লেবার ও কোম্পানির ভিসার পাসপোর্ট দূতাবাসে জমাকরণের লক্ষ্যে কার্যকরী উদ্যোগ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ