Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীমণি-সাকলায়েনের প্রেম: তদন্ত কমিটিতে আছেন যারা

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২১, ৯:১৬ পিএম | আপডেট : ১০:৫৬ পিএম, ৮ আগস্ট, ২০২১

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) থেকে নিবৃত করে নেয়া গোলাম সাকলায়েন শিথিল এবং নায়িকা পরীমনির প্রেমের সম্পর্ক তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি মিয়া মাসুদ করিমকে (ট্রেনিং) প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে।

বাকি দুজনের একজন হলেন, ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন সেন্টারের উপ-কমিশনার (ডিসি) হামিদা পারভিন এবং অন্যজন সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএস) রুমানা আক্তার।

সাকলায়েন যে মামলার তদারকি কর্মকর্তা সেই মামলার তথ্য, তার বাসায় পরীমণির আসা-যাওয়ায় মামলার তদন্তে কোনো প্রভাব পড়েছে কি না, সাকলায়েন পুলিশের আইন অনুযায়ী কোনো অপরাধ করেছেন কি না, তদন্ত প্রতিবেদনে ইত্যাদি তুলে ধরতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কমিটিকে ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।

পুলিশ সদর দফতরের ডিআইজি মিডিয়া হায়দার আলী খান তদন্ত কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সাভারের বোট ক্লাবে পরীমণিকে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার তদন্তের তদারকি কর্মকর্তা ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে কর্মরত সাকলায়েন। তদন্ত চলাকালে তার বাসায় একাধিকবার যাতায়াত করেছেন পরীমণি।

এ সময় পরীর সঙ্গে সখ্য গড়ে ওঠে তার। এ পুলিশ কর্মকর্তা ও পরীমণি বিভিন্ন সময় গাড়িতে একসঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘোরাফেরাও করেছেন। সম্প্রতি সাকলায়েনের বাসায় যাতায়াতের সিসিটিভি ফুটেজ প্রকাশিত হয়েছে।



 

Show all comments
  • Milon Chowdhury ৮ আগস্ট, ২০২১, ৯:৫৫ পিএম says : 1
    সাকলায়েনের চাকরি থেকে বরখাস্ত করে, জেলে পাঠানো উচিৎ।
    Total Reply(0) Reply
  • সাব্বির আহমেদ ৮ আগস্ট, ২০২১, ১০:৫৫ পিএম says : 0
    এডিসি দোষী প্রমাণিত হলে তাকে অবশ্যই শাস্তি দিতে হবে এবং সাথে পরীমনিকেও।
    Total Reply(0) Reply
  • মোঃ আকতার হোসেন মীর ৯ আগস্ট, ২০২১, ১১:৪৩ এএম says : 0
    তদন্ত কমিটির তদন্তের ফল জাতির সামনে যেন তুলে ধরা হয় ।
    Total Reply(0) Reply
  • সান্তানুর রহমান খোকন ৯ আগস্ট, ২০২১, ১১:৩৮ পিএম says : 0
    অবিবাহিত পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার সরকারি বাসায় পরীমনি ১৮ ঘন্টা অবস্থান করে শুধু নোংরা সাফ করেছে যা সরকারি চাকুরীবিধির কোনো ধারা ভঙ্গ হয়না????এবং গাড়িতে ঘুরে হাতিরঝিলে হাওয়া ও রঙীন পানীয় খেয়ে একজন স্মার্ট ও ইয়ং পুলিশ অফিসারকে উদ্ধুদ্ধ করতে সহায়তা করাও দেশ প্রেমের অংশ ????
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তারকা কেলেঙ্কারি

১ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ