Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মমেক করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২১, ২:৫১ পিএম

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত এই ১২ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন করোনা ইউনিটের মুখপাত্র ডা.মহিউদ্দিন খান মুন।

এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৭ জন এবং করোনার উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, বর্তমানে করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪৩ জনসহ মোট ৪৫৯ জন রোগী ভর্তি আছেন। ভর্তি হওয়া রোগীদের মধ্যে আইসিইউতে ১৭ জন চিকিৎসাধীন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৮ জন।

করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের হেদায়েত উল্লাহ (৭০), তাহমিনা (৬০), মকবুল (৮২), প্রতিমা রানী (৭২), সুমন মিয়া (৩৫), ফুলবাড়িয়া উপজেলার আবদুল মান্নান (৬৫) ও ভালুকা উপজেলার তারা মিয়া (৫০)।

এদিকে করোনা উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন-ময়মনসিংহ সদরের জাইমা নুর নাশরা (১৬), ইসহাক (৭৫), হালুয়াঘাট উপজেলার ইমদাদুল হক (৫৫), নেত্রকোনার কেন্দুয়ার শহর বানু (৬৫) ও মদনের মজনু রহমান (৮৫)।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩৫টি নমুনা পরীক্ষা করে ২২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ১৪ শতাংশ। আজ সকাল পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ১৭ হাজার ৪৫৪। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৯০৭ জন এবং করোনায় আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন ১৯০ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ