Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানে পাঁচ আইকন

প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা ঃ প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানের আগেই ৭ আইকনকে বেছে নিয়েছে ৭ ফ্রাঞ্চাইজি। পুরোনো ৫ ফ্রাঞ্চাইজি ২ জন করে খেলোয়াড় দিয়েছে রেখে। ৩৮ বিদেশী ক্রিকেটারকে ড্রাফট অনুষ্ঠানের আগেই দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিরা। সে কারনেই গতকাল সন্ধা সাড়ে ৬টা থেকে অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানকে ঘিরে ছিল না বাড়তি শিহরন। তবে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানে নুতন মাত্রা দিয়েছে ৪ আইকন ক্রিকেটারের উপস্থিতি। ঢাকা ডায়নামাইটসের ফ্রাঞ্চাইজি টেবিলে ছিলেন সাকিব,কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টেবিলে মাশরাফি,চিটাগাং ভাইকিংস টেবিলে তামীম,মাহামুদুল্লাহ রিয়াদ ছিলেন খুলনা টাইটান্সের টেবিলে। বিলম্বে এসে বরিশাল বুলসের টেবিলে বসেছেন মুশফিকুর রহিম। স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শুরুতেই নতুন দুই ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইটান্স ও রাজশাহী কিংসের মধ্যে অপরিহার্য ২ ক্রিকেটারের কলে লটারী ভাগ্যে জিতে যায় খুলনা টাইটান্স। প্রথম কলেই তারা দলে ভেড়ায় বাঁ হাতি স্পিন অল রাউন্ডার মোশারফ রুবেলকে। দ্বিতীয় কলে তারা পেয়ে যায় পেস বোলার শফিউলকে। রাজশাহী কিংস সেখানে উইকেট কিপার নুরুল হাসান সোহান এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে ভেড়ায় দলে।

ঢাকা ডাইনামাইটস
দেশি : সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, সানজামুল ইসলাম, আলাউদ্দিন বাবু, সোহরাওয়ার্দি শুভ, মেহেদী মারুফ, মোহাম্মদ শহীদ, ইরফান শুক্কুর, তানভীর হায়দার।
বিদেশি : কুমার সাঙ্গাকারা, এভিন লুইস, আন্দ্রে রাসেল, মাহেলা জয়াবর্ধনে, ডোয়াইন ব্রাভো, রবি বোপারা, সেকুগে প্রসন্ন, ওয়েন পারনেল, ওসামা মীর।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
দেশি : মাশরাফি বিন মর্তুজা , ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ আল-আমিন, নাজমুল হোসেন শান্ত, নাহিদুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ শরীফ, নাবিল সামাদ, জসীমউদ্দিন, সৈকত আলী, রাসেল আল মামুন।
বিদেশি : ইমাদ ওয়াসিম, আসার জাইদি, সোহেল তানভির, নুয়ান কুলাসেকারা, রশিদ খান, রোভম্যান পাওয়েল, থিসারা পেরেরা, খালেদ লতিফ, শাহজিব হাসান, জেসন হোল্ডার।
চিটাগাং ভাইকিংস
দেশি : তামিম ইকবাল, তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, আব্দুর রাজ্জাক, শুভাশীষ রায়, জহুরুল ইসলাম, নাজমুল হাসান মিলন, জাকির হাসান, সাকলাইন সজীব, শহিদুল ইসলাম, ইয়াসির আলী, জুবায়ের হোসেন লিখন।
বিদেশি : ক্রিস গেইল, চতুরঙ্গা ডি সিলভা, ডোয়াইন স্মিথ, শোয়েব মালিক, মোহাম্মদ নবী, গ্র্যান্ট ইলিয়ট, ইমরান খান জুনিয়র, জীবন মেন্ডিস, টাইমাল মিলস।
রংপুর রাইডার্স
দেশি : সৌম্য সরকার , আরাফাত সানি, মোহাম্মদ মিথুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, জিয়াউর রহমান, নাঈম ইসলাম, মোহাম্মদ ইলিয়াস সানি, পিনাক ঘোষ, মুক্তার আলী, মেহরাব হোসেন জোসি, শাহবাজ চৌহান।
বিদেশি : শহিদ আফ্রিদি, গিড্রন পোপ, শারজিল খান, বাবর আজম, মোহাম্মদ শাহজাদ, দাসুন শানাকা, রিচার্ড গিøসন, নাসির জামসেদ, সচিত্রা সেনানায়েকে, জীহান রুপাসিংহে।
বরিশাল বুলস
দেশি : মুশফিকুর রহিম, আল-আমিন হোসেন, তাইজুল ইসলাম, শামসুর রহমান শুভ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, নাদিফ চৌধুরী, মেহেদী হাসান, মনির হোসেন, শাহরিয়ার নাফীস।
বিদেশি : দিলশান মুনাবিরা, মোহাম্মদ নেওয়াজ, কার্লোস ব্র্যাথওয়েট, জশুয়া কব।
রাজশাহী কিংস
দেশি : সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, ফরহাদ রেজা, নাজমুল হোসেন অপু, রকিবুল হাসান, আবুল হাসান রাজু, রনি তালুকদার, সালমান হোসেন, ইবাদত হোসেন।
বিদেশি : ড্যারেন স্যামি, মোহাম্মদ সামি, মিলিন্দা সিরিবর্ধনে, উপুল থারাঙ্গা, সামিত প্যাটেল।
খুলনা টাইটান্স
দেশি : মাহমুদউল্লাহ রিয়াদ, মোশাররফ হোসেন রুবেল, শফিউল ইসলাম, শুভাগত হোম, আরিফুল হক, আব্দুল মজিদ, অলক কাপালী, হাসানুজ্জান, নাঈম ইসলাম জুনিয়র, নুর হোসেন সাদ্দাম, তাইবুর রহমান, আব্দুল হালিম।
বিদেশি : কেভন কুপার, মোহাম্মদ আসগর, নিকোলাস পুরান, রিকি ওয়েসেলস, বেনি হাওয়েল, লেন্ডল সিমন্স, ব্যান লাফলিন, আন্দ্রে ফ্লেচার, জুনায়েদ খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানে পাঁচ আইকন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ