নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ২০১৫-১৬ মৌসুম থেকে ভারতের পিচ প্রথম ঘণ্টা না পেরুতেই রূপ পাল্টাতে শুরু করছে। কানপুরের উইকেট অতটা না হলেও পেসারদের জন্য সেখানে কিছুই ছিল না। নিউজিল্যান্ডও হয়তো একই প্রত্যাশা নিয়ে এসেছিল কোলকাতায়। কিন্তু তা মিথ্যে প্রমাণিত করে প্রথম স্পেলেই ‘বিস্ময়’ উপহার দিল ইডেন গার্ডেনের উইকেট। অধিনায়ক কেন উইলিয়ামসন জ্বরের কারণে ছিলেন মাঠের বাইরে। ড্রেসিংরুম থেকেই তিনি দেখলেন শিষ্যদের বোলিং নৈপুণ্য। প্রথম দিন শেষে ভারত করেছে ২৩৯ রান, সফরকারীদের ঝুলিতে ৭ উইকেট।
প্রথম স্পেলেই ম্যাট হেনরির জোড়া আঘাতে কিউইরা যেন ভুলেই গেল তারা আবারো টসে হেরেছে। এরপর বিরাট কোহলিকে ফিরিয়ে তার সাথে যোগ দেন আরেক পেসার ট্রেন্ট বোল্ট। দলকে আবারো অসহায় দশায় রেখে ভারত অধিনায়ক ব্যক্তিগত ৯ রানে যখন ফেরেন, স্কোরবোর্ডে তখন ৩ উইকেটে ৪৬। শেষ ৬ ইনিংসে বিরাটের রান দাঁড়ালো ৮৭! এই অবস্থা থেকে দলকে উদ্ধার করে চেতস্বর পুজারা ও অজিঙ্কে রাহানের ১৪১ রানের জুটি। বক্তিগত অষ্টম শতক থেকে ১৩ রান আগে পুজারাকে ফিরিয়ে জুটি ভাঙেন আরেক মিডিয়াম পেসার নেইল ওয়েগনার। এরপর আবারো ধস নামে বিশ্বসেরা ব্যাটিং লাইনাপে। সপ্তম উইকেটে ভারতের প্রতিরোধের চেষ্টাটাও আশ্বিনকে ফিরিয়ে ন্যাস্যাৎ করে দেন হেনরি। মাঝের রাহানে-রোহিতের উইকেট নিয়ে স্পিনারদের হয়তো একটা সুখবার্তা দিয়ে রাখলেন অফ স্পিনার জিতান প্যাটেল। রাহানে ফেরেন ব্যক্তিগত ৭৭ রানে। ৩৫ রানে ৩ উইকেট নেন হেনরি, ৬৬ রানে ২ উইকেট প্যাটেলের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।