Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিতেছে ম্যানইউ, আবারো ব্যর্থ ইন্টার

প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : উয়েফা ইউরাপা লিগে শতভাগ জয় ধরে রেখেছে আয়াক্স, অ্যাপোয়েল, শালকে, শাখতার দোনেৎস্ক এবং জেনিথ। প্রথম ম্যাচে হারের পর জয়ে ফিরেছে ম্যানচেস্টার উইনাইটেড। তবে ব্যর্থতার বৃত্তেই আছে ইন্টার মিলান।
এদিনও শুরুর একাদশে ছিলেন না ওয়েন রুনি। তবে প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে প্রথমার্ধেই লেস্টার সিটির সেই ৪-০ গোলের ধারা এদিন ফিরিয়ে আনতে পারেননি পগবা-রাশফোর্ড-ইব্রারা। পরশু ওল্ড ট্রাফোর্ডে আসরের দ্বিতীয় ম্যাচে জরিয়া লুহানেস্কের বিপক্ষে ৬৯তম মিনিট পর্যন্ত স্কোরশূন্য থাকতে হয় হোসে মরিনহোর দলকে। এর ২ মিনিট আগে লিংগার্ডের বদলি হয়ে মাঠে নামেন রুনি। রেড ডেভিলদের ভাগ্য ফেরে এর পরেই। রুনির দূরপাল্লার শট বারে লেগে ফিরে আসছিল, হেডারের মাধ্যমে তা জালে পাঠান জøাতান ইব্রাহিমোভিচ। শেষ ৫ ম্যাচে সুইডিশ তারকার এটি প্রথম গোল। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করলেও এটিই ছিল উইক্রেনিয়ান প্রতিপক্ষের জালে রুনিদের প্রথম শট। এই গোলেই ম্যাচের ভাগ্য (১-০) নির্ধারিত হয়।
কিন্তু ভাগ্য ফেরেনি ২০০৯-১০ মৌসুমের ইউরোপ সেরা ইন্টার মিলানের। টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে সাবেক ইতালিয়ান চ্যাম্পিয়নরা। পরশু চেক প্রতিপক্ষ স্পার্টা প্রাহার কাছে ৩-১ গোলে হেরেছে তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিতেছে ম্যানইউ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ