মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পশ্চিম সাহারার কাছে অভিবাসীবোঝাই একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৪২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ওই নৌকায় অন্তত ৩০ জন নারী ও আট শিশু ছিল। স্পেনের একজন অভিবাসী অধিকার কর্মী বলেন, ওই নৌকাটি উপক‚লীয় শহর ঢাখলা থেকে যাত্রা করেছিল। খবর আল-জাজিরার। ওয়াকিং বর্ডার্সের প্রতিষ্ঠাতা হেলেনা মালেনো গারজোন বলেছেন, নিহতদের মধ্যে ৩০ জন নারী, আট শিশু এবং চারজন পুরুষ রয়েছে। মাত্র ১০ জনকে জীবিত উদ্ধার করা গেছে। স্প্যানিশ কমিশন ফর রিফিউজিস (সিয়ার) নামের আরেকটি অভিবাসী সহায়তা সংস্থা এক টুইট বার্তায় জানিয়েছে, আমাদের এ ধরনের ট্রাজেডিতে অভ্যস্থ হওয়া উচিত হবে না। ওই ঘটনায় হতাহতের বিষয়ে মরক্কোর ঢাখলা কর্তৃপক্ষের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে স্থানীয় মিডিয়া জানিয়েছে, বৃহস্পতিবার ১২টি লাশ উপক‚লে ভেসে এসেছে। আর ঢাখলা উপক‚ল থেকে আরও ১০ জনকে উদ্ধার করেছে জেলেরা। বিতর্কিত পশ্চিম সাহারা অঞ্চল নিজেদের বলে দাবি করে মরক্কো। ১৯৭৫ সালে এই অঞ্চলকে নিজেদের সঙ্গে যুক্ত করে দেশটি। সেখানকার নিয়ন্ত্রণও রয়েছে মরক্কোর নৌবাহিনীর হাতে। তবে সেখানকার পোলিসারিও ফ্রন্ট ওই অঞ্চলের স্বাধীনতার দাবিতে আন্দোলন করে যাচ্ছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।