Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় অনলাইন জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেফতার ৯

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২১, ১২:২৬ পিএম

খুলনার পাইকগাছা উপজেলায় অনলাইন জুয়ার আসরে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ৯ জুয়ারিকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয়েছে দুইটি স্মার্টফোনসহ ৫ টি মোবাইল, জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ। শুক্রবার রাত সোয়া ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী জানান, লকডাউনে মানুষ নানা ধরণের অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। অর্থ উপার্জনের জন্য বেছে নিচ্ছে বেআইনী বিভিন্ন পথ। শুক্রবার রাত সোয়া ১১ টার দিকে স্থানীয় শিববাটি ব্রীজের কাছে পিন্টুর চায়ের দোকানে অভিযান চালিয়ে অনলাইনে লুডু খেলার সময় ৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত্রা হচ্ছে, বাদশা গাজী (২৭), রাশেদ সরদার (২৫), সোহেল মোল্লা (২৮), মাহবুব সরদার (৪০), গোলাম রসুল (২৫), আব্দুস সাত্তার (৩৮), আজহারুল ইসলাম (২৭), কামরুল ইসলাম (৪৫) ও বাবু সরদার (২৫)। তাদের কাছ থেকে ৫ টি মোবাইল ফোন, ১২০৫ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আজ শনিবার দুপুরে আদালতে নেয়া হবে।
তিনি আরো জানান, গত বছর জুলাই থেকে এ পর্যন্ত পাইকগাছা থানায় জুয়া সংক্রান্ত ২৭ টি মামলায় ১৪৯ জনকে আইনের আওতায় আনা হয়েছে। জুয়া, মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে পাইকগাছা থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে চলেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ