বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুর সরকারি হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে স্বামীর মৃত্যুর পর ছুরি নিয়ে স্ত্রীর দৌড়া-দৌড়িতে আতঙ্কিত হয়ে পড়েন রোগীর স্বজন ও চিকিৎসকরা। করোনায় আক্রান্ত হয়ে ওই নারীর স্বামী চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে আইসোলেশন ওয়ার্ডে মারা যান। আকস্মিক ওই নারীর সঙ্গে থাকা একটি ধারালো ফল কাটার ছুরি নিয়ে ওয়ার্ডে রোগীর স্বজনদের পাশাপাশি চিকিৎসক ও নার্সদের ধাওয়া করেন। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে হাসপাতালে মেঝেতে শুয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ রুপসা এলাকার দেলোয়ার হোসেন গত বৃহস্পতিবার করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি মারা যান। এ ঘটনায় তার স্ত্রী কুলসুমা বেগম মানসিক ভারসাম্য হারিয়ে ছুরি নিয়ে করোনা ওয়ার্ডের নার্স ও অন্যান্য রোগীর স্বজনদের ধাওয়া করেন। এক পর্যায়ে হাসপাতালে কর্মচারীদের সহায়তায় ওই নারী শান্ত হন। পরে তিনি জ্ঞান হারিয়ে হাসপাতালের মেঝেতে শুয়ে পড়েন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, একদিন আগেই দেলোয়ার হোসেন হাসপাতালে ভর্তি হন।
তার অক্সিজেন লেভেল খুবই কম ছিল । আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। মৃত্যুর পর তাঁর স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েন। এক পর্যায়ে তার হাতে থাকা ফল কাটার ছুরি নিয়ে ওই ওয়ার্ডের মানুষকে আঘাত করার চেষ্টা করেন। পরে সবাই মিলে তাকে শান্ত করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।