Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুরে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৩১ জন

মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেল

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২১, ৮:৩৪ পিএম

গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে করোনায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগটিতে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেল। একই সময়ে নতুন করে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে আরও ৫৩১ জনের। এ নিয়ে বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৭ হাজার ৫১৯ জনে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের ৮ জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৮ জন। এদের মধ্যে রংপুরে ৩ জন, দিনাজপুরের ৪ জন এবং ঠাকুরগাঁওয়ে ৩ জন।

একই সময়ে বিভাগে মোট ২ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষা করে ৫৩১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। শনাক্তকৃতদের মধ্যে রংপুরে ১১৯ জন, কুড়িগ্রামে ৭২ জন, গাইবান্ধায় ৪০ জন, নীলফামারীতে ৩১ জন, লালমনিরহাটে ১৯ জন, দিনাজপুরে ১৩৮ জন, ঠাকুরগাঁওয়ে ৬৪ জন এবং পঞ্চগড়ে ৪৮ জন। শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ২৪ দশমিক ৭৮ শতাংশ।

বিভাগে করোনায় মৃত্যুবরণকারী ১ হাজার ৪ জনের মধ্যে রংপুরে ২২৬ জন, নীলফামারীতে ৭১ জন, লালমনিরহাটে ৫৭ জন, কুড়িগ্রামে ৫৬ জন, গাইবান্ধায় ৫১, দিনাজপুরে ২৮৬ জন, ঠাকুরগাঁওয়ে ১৯৪ জন এবং পঞ্চগড়ে ৬৩ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৩৪ জন।

বিভাগের আট জেলায় এখন পর্যন্ত করোনা পজেটিভ শনাক্ত হওয়া ৪৭ হাজার ৫১৯ জনের মধ্যে রংপুরে ১০ হাজার ৬২৯ জন, গাইবান্ধায় ৪ হাজার ৭৫ জন, নীলফামারীতে ৩ হাজার ৮৭৮ জন, কুড়িগ্রামে ৩ হাজার ৯২০ জন, লালমনিরহাটে ২ হাজার ৩৬৭ জন, দিনাজপুরে ১৩ হাজার ১৯০ জন, ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৪৪০ জন এবং পঞ্চগড়ের ৩ হাজার ২০ জন রয়েছেন।

করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত রংপুর বিভাগে মোট ২ লাখ ২৬ হাজার ৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রংপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ