Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্রিটিশ এয়ারওয়েজের বিমানের জরুরি অবতরণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

মধ্য আকাশে থাকতেই ব্রিটিশ এয়ারওয়েজের লন্ডনগামী একটি বিমান জরুরি অবতরণের ঘোষণা দিয়েছিল। পরে বিমানটি নিরাপদে অবতরণ করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার। স্থানীয় সময় শুক্রবার সকালে ফ্লাইট বিএ১৪৪১ স্কটল্যান্ডের এডিনবার্গ থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। টুইটারের এক ব্যবহারকারী লন্ডনে ফ্লাইটরাডারের একটি স্ক্রিনশট শেয়ার করে বলেছে, ফ্লাইট বিএ১৪৪১ ‘বিপদে’ পড়েছে। অবশ্য এরপরও হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

ব্রিটিশ এয়ারওয়েজের এক মুখপাত্র বলেছেন, ‘ছোট যান্ত্রিক সমস্যার কারণে সতর্কতা হিসেবে আমাদের পাইলট হিথ্রোতে অবতরণের জন্য অগ্রাধিকার চেয়েছিল। বিমানটি নিরাপদে অবতরণ করেছে।’ সূত্র : ডেইলি স্টার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিটিশ এয়ারওয়েজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ