নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দুর্দান্ত এক ম্যাচ হলো ছেলেদের হকির ফাইনালে। বেলজিয়াম আর অস্ট্রেলিয়ার মধ্যকার এ ম্যাচে নাটকীয়তার কমতি ছিল না। নির্ধারিত সময়ে ১–১ গোলে অমীমাংসিত ম্যাচটি নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। শুটআউটে বেলজিয়ামের গোলকিপার ভিনসেন্ট ভানাচ ছিলেন দুর্দান্ত। অস্ট্রেলিয়ার তিনটি প্রচেষ্টা রুখে দেন তিনি। হকির বিশ্ব চ্যাম্পিয়ন এ মুহূর্তে বেলজিয়াম। যোগ্যতর দল হিসেবেই অলিম্পিকের শ্রেষ্ঠত্বও নিজেদের করে নিয়েছে তারা। ২০১৬ রিও ডি জেনিরো অলিম্পিকে রুপা জিতেছিল বেলজিয়াম। একই দিন জমজমাট আরেক লড়াইয়ে জার্মানিকে হারিয়ে ৪১ বছর পর অলিম্পিকসের পুরুষ হকিতে পদকের স্বাদ পেল ভারত। টোকিওর হকি স্টেডিয়ামে ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে ৫-৪ গোলে জেতে ভারত। পুরুষ হকিতে এর আগে সবশেষ তারা পদক জিতেছিল সেই ১৯৮০ সালের মস্কোর অলিম্পিকে।
সেবার দেশটি পেয়েছিল সোনা। আর ২০১৬ সালে রিও ডি জেনিরো অলিম্পিকসে পুরুষ হকির কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল ভারত।
হকির মহিলা বিভাগেও পদক পাওয়ার আশা আছে ভারতের। আজই ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে তারা মুখোমুখি হবে গ্রেট ব্রিটেনের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।