Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুল খোলা হচ্ছে পাকিস্তানে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২১, ১২:০৬ এএম

উদ্বেগজনকভাবে করোনা সংক্রমণ বৃদ্ধি সত্তে¡ও সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এক্ষেত্রে উপস্থিতি অর্ধেক নিশ্চিত করতে বলা হয়েছে। চলবে সব পরীক্ষা। তাতে গ্রেস মার্ক হিসেবে দেয়া হবে শতকরা ৫ নম্বর। করোনা কতদিন স্থায়ী হবে তা অনিশ্চিত বলে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর বাইরে থাকবে সিন্ধু প্রদেশ। এ প্রদেশটি ৯ দিনের লকডাউনে রয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শাফকাত মাহমুদ আন্তঃপ্রাদেশিক শিক্ষামন্ত্রীদের কনফারেন্সে সভাপতিত্ব করার পর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, করোনা সংক্রান্ত স্ট্যান্ডার্ড মানদন্ড বজায় রেখে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান তার কার্যক্রম চালাতে পারবে। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। উল্লেখ্য, বুধবার পাকিস্তানে প্রায় ৫০০০ মানুষ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেখানে জাতীয় পর্যায়ে করোনা পজেটিভের হার শতকরা ৮ এর উপরে।
এক্সপ্রেস ট্রিবিউন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ