গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ম্যাসেঞ্জারদের চুক্তি বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার ম্যাসেঞ্জার কর্মচারী লীগ।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় চাকরিচ্যুত কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবি জানানো হয়।
মানববন্ধনে সংগঠনের সভাপতি আমজাদ হোসেন বলেন, বাংলাদেশে এক তৃতীয়াংশ মিটার রিডার/ম্যাসেঞ্জারদের চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি এই শত শত মিটার রিডার/ম্যাসেঞ্জারদের মুখের আহার কেড়ে নিয়ে স্থায়ী কর্মচারী-কর্মকর্তাদের বর্ধিত স্কেলে বেতন দেয়া হচ্ছে। এভাবে হাজার হাজার পরিবারকে ঈদুল আজহার আগে ঈদের বোনাস থেকে বঞ্চিত করা হয়েছে। এ সময় তিনি পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ম্যাসেঞ্জারদের চাকরি পুনর্বহালের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জয়দেব রাজ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমানসহ চাকরিচ্যুত সাধারণ কর্মচারীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।