Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে লকডাউনের ১৩তম দিনেও ১০৫ জনকে জরিমানা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২১, ১১:৫৯ এএম

লকডাউনের ১৩তম দিনে কক্সবাজারে স্বাস্থ্যবিধি না মানায় ১০৫ জনকে জরিমানা করা হয়েছে ৭৩ হাজার ৭৫০ টাকা। জেলা প্রশাসনের নির্বাহী রেজিষ্ট্রেট এই জরিমানা আদায় করেন।

এ সময় ২ জনকে কারাদন্ড দেওয়া হয়৷ কারাদন্ডরদের মধ্যে একজনকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এ কারেন্ট জাল পরিবহনের জন্য ১ বৎসর৷ অপরজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ ইয়াবা বিক্রয়ের জন্য ৩ মাস ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে৷

বুধবার (৪ আগস্ট) রাতে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা মৌনা এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা মৌনা জানান,লকডাউন বাস্তবায়ন ও করোনা সংক্রমন প্রতিরোধে প্রতিদিনের মত বুধবার সকাল থেকে কক্সবাজার জেলার ৮ উপজেলায় পৃথক ২০ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১০৩ মামলায় ১০৫ জনকে ৭৩ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়৷



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ