বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ অব্যাহত আছে। ২১১ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৮০ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩১ জন।’
করোনায় মৃত্যুর সঙ্গে সঙ্গে জেলায় শনাক্তের সংখ্যাও বাড়ছে। কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৫৯০টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ১৫। জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৫০৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ৬৪৯ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৮৯ জন। নতুন করে শনাক্ত হওয়া ২৩১ জনের মধ্যে রয়েছেন কুষ্টিয়া সদর উপজেলায় ৯০ জন, কুমারখালী উপজেলায় ৩১ জন, দৌলতপুর উপজেলায় ছয়জন, ভেড়ামারা উপজেলায় ৪৫ জন, মিরপুর ৪৫ জন এবং খোকসা উপজেলায় ১৪ জন।
এ পর্যন্ত জেলায় ৮৯ হাজার ৫৭২ জনের নমুনা পরীক্ষার জন্য নেয়া হয়েছে। নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে ৮৪ হাজার ১৩ জনের। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা তিন হাজার ২৬৫ জন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ২৭৭ জন। হোম আইসোলেশনে রয়েছেন দুই হাজার ৯৮৮ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।