Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে রাসিক মেয়র লিটনের অভিনন্দন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২১, ১১:৩৮ পিএম

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে দাপুটে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ বুধবার (৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই অভিনন্দন জানান মেয়র মহোদয়।

অভিনন্দন বার্তায় রাসিক মেয়র বলেন, বাংলাদেশের সোনার ছেলেরা ধারাবাহিক অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয়লাভ করেছে। এই দুর্দান্ত ও দাপুটে জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। আমি আশাবাদী, আগামীতেও বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে বিজয়ী হয় বাংলাদেশ ক্রিকেট দল। আজ বুধবার দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে বিজয়ী হয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে টাইগাররা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনন্দন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ