বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুন্দরবনে প্রজনন মৌসুমে মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। তারপরও এক শ্রেণির জেলে ও ব্যবসায়ীরা গোপনে মাছ শিকার করছে।
নিষেধাজ্ঞা অমান্য করে পূর্ব সুন্দরবন থেকে শিকার করা বিপুল পরিমাণ চিংড়িসহ একটি নৌকা জব্দ করেছে বনবিভাগ। গতকাল বনের জোংড়া সংলগ্ন পশুর নদীতে অভিযান চালিয়ে এ মাছ ও নৌকা জব্দ করা হয়। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ (সহকারী বন সংরক্ষক) এনামুল হক জানান, জুন, জুলাই ও আগষ্ট-এ তিন মাস সুন্দরবনে মাছের প্রজনন মৌসুম। তাই এসময়ে বনের অভ্যন্তরে মাছ ধরায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের জোংড়া সংলগ্ন পশুর নদীতে অভিযান চালায় বনপ্রহরীরা। এসময় অভিযানকারীরা ওই এলাকায় মাছ বহনকারী একটি নৌকা দেখতে পায়।
অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা ৩/৪ জন লাফিয়ে বনের ভেতরে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া নৌকা থেকে ৮ মণ চিংড়ি জব্দ করা হয়। জব্দকৃত মাছ কেরোসিন মিশিয়ে মাটি চাপা দেয়া হয়েছে। নৌকাটি ভেঙে ফেলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।