Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উকিল নোটিশ দেয়ায় প্রাণনাশের হুমকি

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

ব্যাংক লোন নিয়েই কুমিল্লার চান্দিনা বাজারে নিজস্ব সম্পত্তিতে মেসার্স জয়নাল আবেদীন নামে হার্ডওয়্যার ব্যবসা শুরু করেন মশিউর রহমান। গত বছরের ২৮ সেপ্টেম্বর মারা যান তিনি। স্ত্রী ফারজানা রহমান তার আট বছর বছর বয়সী একমাত্র সন্তান মোহাম্মদ আবদুল্লাহকে নিয়ে স্বামীর মৃত্যুর শোক যখন বয়ে বেড়াচ্ছেন, ঠিক তখনই স্বামীর রেখে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানটি কৌশলে দখলে নেন মশিউর রহমানের বড় ভাই মহসিন সরকার। নিহত স্বামীর ব্যবসাপ্রতিষ্ঠান উদ্ধার ও একমাত্র শিশু সন্তানের ভবিষ্যত নিয়ে শঙ্কায় দিন কাটছে বিধবা ফারজানা রহমানের। গত বুধবার বিভিন্ন গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করে তিনি বলেন, দখল করে নেয়া স্বামীর ব্যবসাপ্রতিষ্ঠান উদ্ধারের চেষ্টা করায় তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে ভাসুর মহসিন সরকার। ফারজানা বলেন, চান্দিনা বাজারে নিজস্ব সম্পত্তির উপর মেসার্স জয়নাল আবেদীন নামে তার স্বামীর একটি হার্ডওয়্যারের দোকান রয়েছে। দোকানটির পুঁজি ছিলো একেবারে ব্যাংক লোনের উপর। ব্যাংক লোনের কয়েক লাখ টাকা বাকি রেখে তার স্বামী মশিউর রহমান গত বছরের ২৮ সেপ্টেম্বর মারা যান। স্বামীর মৃত্যুর বেশিদিন না যেতেই কৌশলে দোকানটি দখলে নেন ভাসুর মহসিন সরকার। দোকান ফিরিয়ে নিতে আদালতের মাধ্যমে উকিল নোটিশ করলে ভাসুর মহসিন তাকে প্রাণানাশের হুমকি দেয়। এছাড়া গত ২৭ জুলাই রাতে তার শিশু ছেলে এবং তাকে হত্যার উদ্দেশ্যে দরজায় তালা লাগিয়ে দেয়। সিসি টিভিতে দেখে পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে।

চান্দিনা থানার ওসি সামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে দুই পরিবারের সঙ্গে বিরোধ নিয়ে ওই বিধবা নারীর ঘরের দরজায় তালা লাগানোর অভিযোগ উঠেছে। এলাকাবাসী মিলে সমস্যাটি সমাধানের জন্য বসলে আমরাও উপস্থিত থাকবো এবং বিধবা নারীকে সর্বাত্বক সহযোগিতা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ