বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদে মাদরাসার শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হয়েছেন দাবি করে উকিল নোটিশ পাঠিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জবাব চেয়েছেন বৈষম্যের শিকার কয়েকজন ভর্তিচ্ছু শিক্ষার্থী। উকিল নোটিশ পাঠানো ভর্তিচ্ছু শিক্ষার্থীরা হলেন- সাজ্জাদুল ইসলাম, মো সওসাজ্জামান, রাকিব হোসেন, মো আনিসুর রহমান, মো. ওসমান গণি ও মো বায়োজিদ হোসেন। তারা সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাডভোকেট সৈয়দ মো. রাইহান উদ্দিন এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিষ্ট্রার, একাডেমিক কাউন্সিলের সভাপতি, ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কলা ও মানবিকী অনুষদের ডিন বরাবর এই উকিল নোটিশ পাঠিয়েছেন। ওই উকিল নোটিশে উল্লেখ করা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফলে কলা ও মানবিকী অনুষদে ভর্তিচ্ছু মাদরাসার শিক্ষার্থীদের সাথে বৈষম্য করা হয়েছে। মাদরাসার শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজী কলেজের শিক্ষার্থীদের মতই ২০০ নম্বরের পড়ে। তারপরেও তাদেরকে আলাদা ক্যাটাগড়ি করে ৮ টি বিভাগের ৩৬৪ টি আসনের মধ্যে মাত্র ১৩ জনকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। তারমধ্যে ছাত্রী ২জন। এত কম সংখ্যক মাদরাসার শিক্ষার্থীকে ভর্তি সুযোগ দেওয়াকে বৈষম্য উল্লেখ করে এই উকিল নোটিশ পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন এ্যাডভোকেট সৈয়দ মো. রাইহান উদ্দিন। তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ ও ওই অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক জানিয়েছেন তারা কোন উকিল নোটিশ পায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।