Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বের প্রভাবশালী পঞ্চম মুসলিম ব্যক্তিত্ব মুফতী তাক্বী উসমানী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২১, ২:২৪ পিএম

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় এবার পঞ্চম স্থান অর্জন করেছেন বিশ্ববিখ্যাত মুসলিম স্কলার ও পাকিস্তানের সুপ্রিম কোর্টের সাবেক বিচারক আল্লামা তাকি উসমানি। প্রথম স্থানে রয়েছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী নেতা ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। রয়েল ইসলামিক স্ট্যাট্রেজিক স্টাডিজ সেন্টারের জরিপে এ তথ্য প্রকাশ পেয়েছে।

জর্ডানকেন্দ্রিক রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রতি বছর শীর্ষ ৫০০ প্রভাবশালী মুসলিমদের তালিকা প্রকাশ করে থাকে।
৭৫ বছর বয়সী বরেণ্য এই ব্যক্তিত্ব সামগ্রিক জ্ঞান-অভিজ্ঞানে অগাধ পান্ডিত্য, কর্মখ্যাতি ও পারিবারিক আভিজাত্যের বিবেচনায় উক্ত তালিকায় স্থান পেয়েছেন। তিনি হাদিস, ইসলামী ফিকহ, তাসাউফ ও অর্থনীতিতে বিশেষজ্ঞ। উর্দু, ইংরেজি ও আরবি ভাষায় তার বহু গ্রন্থ রয়েছে।
এছাড়া এই বিশিষ্ট ব্যক্তি বর্তমানে ইসলামী অর্থনীতিতে সক্রিয় ব্যক্তিদের অন্যতম। তিনি ১৯৮০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় শরিয়াহ আদালতের এবং ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিমকোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেন।
তালিকায় পর্যায়ক্রমে আরো রয়েছেন ২. সউদী আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ। ৩. ইরানের সর্বোচ্চ শিয়া নেতা আয়াতুল্লাহ খামেনি। ৪. জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ ইবনে আলী-হুসেইন। ৬. মরক্কোর বর্তমান বাদশা ষষ্ঠ মুহাম্মদ ৭. আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ৮. বিশ্বের অন্যতম প্রভাবশালী ইরাকী শিয়াদের অন্যতম প্রবক্তা আয়াতুল্লাহ আল-উজমা সৈয়দ আলী আল-হোসাইনী আস-সিস্তানী। ৯. ইয়েমেনি সুন্নি সুফি ইসলামি পণ্ডিত, শিক্ষক, দার আল-মুস্তাফা শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা এবং ডিন শায়েখ আল হাবীব উমার বিন হাফিজ। ১০. সৌদির প্রভাবশালী কারাবন্দী আলেম শায়েখ সালমান আল আওদা ১১. উপসাগরীয় দেশ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল ছানী ১২. ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো ১৩. মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান মুফতী আহমাদ আল-তায়িব। ১৪. সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়েন অধ্যাপক আব্দাল্লাহ বিন মাহফুদ ইবনে বাইয়্যাহ ১৫. পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

তালিকার ২৬ নাম্বারে আছেন সৌদি আরবের মুফতিয়ে আজম শায়েখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ, ২৭ নাম্বারে ভারতের জমিয়তে উলামায়ে হিন্দ-একাংশের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী, ৩১ নাম্বারে শায়েখ ইউসুফ আল কারজাভী, ৩৪ নাম্বারে তুরস্কের প্রসিদ্ধ আলেম শায়েখ মাহমুদ আফেন্দী, ৩৫ নাম্বারে পাকিস্তানের আলেম মাওলানা তারিক জামিল, ৩৮ নাম্বারে তিউনিসিয়া আন-নাহদার আমীর রাশিদ আল গানুশী, ৪২ নাম্বারে মিশরের ফুটবলার মুহাম্মাদ সালাহ, ৪৪ নাম্বারে ফিকিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, ৪৫ নাম্বারে পাকিস্তানের দাওয়াতে তাবলীগের আমীর মাওলানা নাজুর আহমদ।
এছাড়াও আরও রয়েছেন, মালয়েশিয়া সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী আনওয়ার ইবরাহীম, হামাস প্রধান ইসমাইল হানিয়া, আধুনিক মালয়েশিয়ার জনক ডক্টর মাহথির মুহাম্মাদ, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতী আবুল কাসেম নোমানী, ডক্টর জাকির নায়েক, ইসলামী ধারার সঙ্গীতশিল্পী মাহের জাইন, সামী ইউসুফ, মসজিদুল হারামের ইমাম ও খতীব শায়েখ আবদুর রহমান সুদাইস প্রমুখ। সূত্র: দ্যা মুসলিম ফাইভ হান্ড্রেড



 

Show all comments
  • Abdul Wahab ৪ আগস্ট, ২০২১, ২:৩৮ পিএম says : 0
    BARAKALLAHU FI HAYATIH
    Total Reply(0) Reply
  • Kamrul Islam ৪ আগস্ট, ২০২১, ৩:২৫ পিএম says : 0
    অনেক অনেক ধন্যবাদ এমন নিউজ করার জন্য❤️????
    Total Reply(0) Reply
  • MD Abdullah ৪ আগস্ট, ২০২১, ৫:০৪ পিএম says : 0
    আল্লাহ তায়ালা হযরতকে দীর্ঘ নেক হায়াত দান করুন।
    Total Reply(0) Reply
  • Salman Ahmad ৪ আগস্ট, ২০২১, ৫:০৫ পিএম says : 0
    আল্লাহ তা'আলা আপনার হায়াতে তাইয়্যিবা দান করুন। আমীন
    Total Reply(0) Reply
  • Md Moshahidul Islam ৪ আগস্ট, ২০২১, ৫:০৫ পিএম says : 0
    শাইখুল ইসলাম আল্লামা তাকী উসমানী হাফিজাহুল্লার সকল বই সকলের পড়া উচিত।
    Total Reply(0) Reply
  • jack Ali ৪ আগস্ট, ২০২১, ৫:৪৯ পিএম says : 0
    Unfortunately those who claim as a Alem but they never fight to the Taghut government to establish the Law of Allah. Alem's are the inheritors of Prophet their main duty to establish Sahariah Law every corner in the world so that all the people in the world can live in peace with human dignity.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ