মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তান সরকার গত বছরের মতো এবারও বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের জন্য উপহার হিসেবে আম পাঠিয়েছে। গত সোমবার পাকিস্তানের হাইকমিশন তাদের ফেসবুক পেজে এই তথ্য শেয়ার করেছে।
এর আগে, গতমাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ, ব্রনাই, ইন্দোনেশিয়া এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বন্ধুত্বের নিদর্শন হিসেবে হাড়িভাঙ্গা আম পাঠিয়েছিলেন। এরই অংশ হিসেবে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে শুভেচ্ছা উপহার হিসেবে ১ হাজার কেজি হাঁড়িভাঙ্গা আম পাঠিয়েছিলেন।
খালেদা জিয়ার বাসায় পাকিস্তানের আম
এদিকে পাকিস্তান সরকারের পাঠানো উপহারের আম পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে বেগম জিয়ার বাসায় পাকিস্তান হাইকমিশন থেকে উপহারের আমের ঝুড়ি পৌঁছে দেয়া হয়। এ বছর বিএনপির পক্ষ থেকেও বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে উপহার হিসেবে আম পাঠানো হয়েছে বলে দলটির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।