বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রামের উলিপুরে ফুটবল খেলা দেখতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাঈম ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার দলদলিয়া ইউনিয়নের কর্পুরা করিমিয়া ফাজিল মাদরাসা মাঠে। নিহত নাঈম ওই এলাকার রফিকুল ইসলামের পুত্র। এ ঘটনায় এলাকায় শোকের মাতম পড়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা, মঙ্গলবার বিকেলে স্থানীয় যুবকরা মাদরাসা মাঠে ফুটবল খেলার আয়োজন করেন। এসময় লোকজনের ভিড়ে নাঈম ইসলামের খেলা দেখতে অসুবিধা হয়। পরে সে মাদরাসার বারান্দার চালের (ছাদ) উপর উঠলে, আকস্মিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।