Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মসুল পুনরুদ্ধারে আইএসের বিরুদ্ধে ফ্রান্সের বিমান হামলা

প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বিমান হামলা শুরু করেছে ফ্রান্স। হামলায় অংশগ্রহণকারী জঙ্গি বিমানগুলো ২৫০ কেজি ওজনের লেজার-নিয়ন্ত্রিত বোমা নিয়ে বিমানবাহী রণতরী চার্লস দ্য গল থেকে উড্ডয়ন করছে বলে খবরে বলা হয়েছে। এছাড়া রণতরীতে অবস্থানরত এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদদাতা জানায়, ইরাকে আইএসের শক্ত ঘাঁটি মসুল শহরটি পুনরুদ্ধারে পরিচালিত অভিযানে অংশ নেবে এই যুদ্ধবিমানগুলো। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরাকি বাহিনী মসুলে অভিযান চালায়। প্রসঙ্গত, চার্লস দ্য গল ফ্রান্সের একমাত্র বিমানবাহী রণতরী। সেপ্টেম্বরের প্রথম দিকে এটিকে ওই অঞ্চলে পাঠানো হয়। ফরাসি রেডিও স্টেশন আরটিএল এক প্রতিবেদনে জানিয়েছে, এই অভিযানে ২৪টি যুদ্ধবিমান অংশ নেবে। গড়ে প্রতি তিন মিনিট পরপর একটি করে বিমান লক্ষ্যস্থলে হামলার জন্য উড়ে যাবে। প্রতি বিমানে ২৫০ কেজি ওজনের লেজার-নিয়ন্ত্রিত বোমা রয়েছে। উল্লেখ্য, ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত তৃতীয়বারের মতো জাহাজটি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের হয়ে অভিযানে অংশ নিল। প্যারিসে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ফ্রান্স আইএস জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের তীব্রতা বাড়িয়েছে। কারণ, ফ্রান্সের বিভিন্ন স্থানে ইতোমধ্যেই কয়েক দফা হামলা চালায় আইএস। এ প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের সাথে আইএসবিরোধী অভিযানে অংশগ্রহণের ঘোষণা দেয় ফ্রান্স। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মসুল পুনরুদ্ধারে আইএসের বিরুদ্ধে ফ্রান্সের বিমান হামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ