Inqilab Logo

শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাপানের হাসপাতালে ৩ মাসে মৃত্যু অর্ধশত

প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাপানের ইয়োকোহামায় একটি হাসপাতালে খাদ্য বিষক্রিয়াসহ বিভিন্ন ঘটনায় তিন মাসে প্রায় অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। যা রেকর্ড মাত্রায় মৃত্যুর ঘটনা বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা। হাসপাতালটির বরাত দিয়ে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এ খবর জানায়। খবরে বলা হয়, ওই হাসপাতালে চলতি মাসেও খাদ্য বিষক্রিয়ায় দুইজনের মৃত্যু হয়েছে। আর এই মৃত্যুর মধ্যদিয়ে গত জুলাই মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালটির একই ফ্লোরে ৪৮ জনের মৃত্যুর ঘটনা ঘটলো। খাদ্য বিষক্রিয়া, হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ এবং অসুস্থ হয়ে এসব মানুষের মৃত্যু হয়েছে। তবে হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ বা হাসপাতালজনিত সংক্রমণের ঘটনায় মৃত্যুর বিষয়টি স্বীকার করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি তদন্ত করবে পুলিশ। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপানের হাসপাতালে ৩ মাসে মৃত্যু অর্ধশত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ