Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদকসেবীদের হত্যা করতে পারলে আমি খুশি হব : দুতার্তে

প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে বলেছেন, আমার দেশে এখন ৩০ লাখ মাদকসেবী রয়েছে। তাদেরকে হত্যা করতে পারলে আমি খুশি হবো। তিনি বলেন, হিটলার মেরেছে ইহুদি আর আমি মারছি মাদকসেবীদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার ৩০ লাখ ইহুদিকে হত্যা করেছে। গতকাল শুক্রবার দুতার্তে সাংবাদিকদের এ কথা বলেছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। মাদকের বিরুদ্ধে তার সরকারের অভিযানকে হিটলারের ইহুদি নিধনের সঙ্গে তুলনা করে দুতার্তে আরো বলেন, আমি দেশের সমস্যা সমাধানে এবং ভবিষ্যৎ প্রজন্মকে নরকবাস থেকে রক্ষা করতে সব অপরাধীকে খতম করতে চাই। প্রসঙ্গত, গত জুলাইয়ে ক্ষমতা গ্রহণের পর থেকে মাদকের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরুর নির্দেশ দেন দুতার্তে। মাত্র তিন মাসে পুলিশের অভিযানে ৩ হাজার ৩০০ মাদক ব্যবসায়ী ও সেবীকে হত্যা করা হয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে। আন্তর্জাতিক সংগঠনগুলোর ব্যাপক সমালোচনা ও চাপের পরিপ্রেক্ষিতেও দুতার্তে তার মাদকবিরোধী অভিযান থেকে সরে না আসার ঘোষণা দিয়েছেন। ইউরোপীয়দের ভ- বলে আখ্যা দিয়ে তিনি বলেন, তোমরা দরজা বন্ধ করে দিয়েছে। অথচ এখন শীত মৌসুম। মধ্যপ্রাচ্য থেকে অভিবাসন প্রত্যাশীরা পালিয়ে আসছে। তোমরা তাদেরকে ধ্বংস করছো আর এক হাজার, দুই হাজার অথবা তিন হাজারের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করছো? জিএমএ নিউজ, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদকসেবীদের হত্যা করতে পারলে আমি খুশি হব : দুতার্তে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ