Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় সিলেটে আরও মৃত্যু ১২ জনের, শনাক্ত ৭১০

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২১, ৫:১২ পিএম

করোনাভাইরাসের আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।একই সময়ে আরও ৭১০ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। আজ মঙ্গলবার সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে জানা গেছে, নতুন শনাক্তদের মধ্যে সিলেট ৪০৬ জন, সুনামগঞ্জে ৮৭, হবিগঞ্জে ১৫৩, ৬৪ জন রয়েছেন মৌলভীবাজারের। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সিলেটের ১০ জন আর হবিগঞ্জের দুজন। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭২৮ জন। এরমধ্যে সিলেট ৫৭১ জন, সুনামগঞ্জে ৫২ জন, হবিগঞ্জে ৩৪ জন এবং ৬১ জন মৌলভীবাজারের। এ নিয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ১৫ জন সিলেট বিভাগে। এরমধ্যে সিলেট ২৬ হাজার ২২১ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৯০৫, হবিগঞ্জে ৫ হাজার ৭৬ এবং ৫ হাজার ৮১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন মৌলভীবাজারে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ৩৫৯ জন। নতুন সুস্থদের মধ্যে সিলেট ২৫৬ জন, সুনামগঞ্জের ২৯ জন, হবিগঞ্জের ২৩ জন এবং ৫১ জন মৌলভীবাজারে। সব মিলিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ৬৭০ জন সিলেট বিভাগে। এরমধ্যে সিলেট ২১ হাজার ৬৬৬ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৪২২ জন, হবিগঞ্জে ২ হাজার ৫৮০ জন এবং ৪ হাজার ২ জন সুস্থ হয়েছেন মৌলভীবাজারের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ