Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ২৬৪

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২১, ১২:৫১ পিএম

মরণঘাতি করোনাভাইরাসের সংক্রামন নারায়ণগঞ্জে বেড়েই চলেছে।  গত ২৪ ঘন্টায় জেলায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। তাদের একজন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও একজন বন্দরের বাসিন্দা। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাড়ালো ২৬৩ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯৮৭ জনের। এতে আক্রান্ত হয়েছে ২৬৪ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২০ হাজার ২৬৬ জন।  এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১৬ হাজার ৯৫০ জন। এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৯৪৪ জনের।মঙ্গলবার (৩ আগস্ট) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১২৯ জন ও আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩৩৯ জন, সদরে মারা গেছেন ৪৯ জন ও আক্রান্ত হয়েছে ৪ হাজার ২১৯ জন, বন্দরে মারা গেছেন ১৭ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৯২  জন, রূপগঞ্জে মারা গেছেন ১৫ জন ও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৯৫ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৪৯ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৮ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেনঃ ১ হাজার ৩৩৩ জন

উল্লেখ্য নারায়ণগঞ্জে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়। 

এদিকে চলতি বছরের ২৩ জুলাই ভোর ৬টা থেকে নারায়ণগঞ্জসহ সারাদেশে শুরু হয়েছে কঠোর বিধি নিষেধ। এই বিধি নিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসনের নেতৃত্বে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা কাজ করছে।

‡Rjv ¯^v¯’¨ wefv‡Mi Z_¨g‡Z, G ch©šÍ bvivqYMÄ wmwU Ki‡cv‡ikb GjvKvq gviv †M‡Qb 129 Rb I AvµvšÍ n‡q‡Qb 7 nvRvi 339 Rb, m`‡i gviv †M‡Qb 49 Rb I AvµvšÍ n‡q‡Q 4 nvRvi 219 Rb, e›`‡i gviv †M‡Qb 17 Rb I AvµvšÍ n‡q‡Qb 1 nvRvi 792  Rb, iƒcM‡Ä gviv †M‡Qb 15 Rb I AvµvšÍ n‡q‡Qb 3 nvRvi 495 Rb, †mvbviMuv‡q gviv †M‡Qb 49 Rb I AvµvšÍ n‡q‡Qb 2 nvRvi 88 Rb Ges AvovBnvRv‡i gviv †M‡Qb 4 Rb I AvµvšÍ n‡q‡Qbt 1 nvRvi 333 Rb

D‡jøL¨ bvivqYM‡Ä MZ eQ‡ii 8 gvP© cÖ_g K‡ivbv †ivMx kbv³ nq| 30 gvP© cÖ_g bvivqYM‡Äi e›`‡ii imyjev‡M K‡ivbvi DcmM© wb‡q cyZyj bv‡g GK bvix gviv hvq|

Gw`‡K PjwZ eQ‡ii 23 RyjvB †fvi 6Uv †_‡K bvivqYMÄmn mviv‡`‡k ïiæ n‡q‡Q K‡Vvi wewa wb‡la| GB wewa wb‡la ev¯Íevq‡b †Rjv cÖkvm‡bi †bZ„‡Z¡ AvBbk„sLjv evwnbxi m`m¨iv KvR Ki‡Q|

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ