Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে করোনায় মৃতদের বেশিরভাগই বয়স্ক

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২১, ১২:২৭ পিএম

চাঁদপুরে তরুণদের চেয়ে বয়স্করাই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন। প্রথম ধাপে চাঁদপুরে করোনায় আক্রান্তে মৃত্যুর সংখ্যা কম থাকলেও ২য় ধাপে মৃত্যুর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ঈদুল আজহার পরবর্তী সময়ে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর হার অনেক বেশি।

খবর নিয়ে জানা গেছে বর্তমানে যারা করোনায় আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যুবরণ করছেন তাদের বেশিরভাগই পঞ্চাশোর্ধ। পাশাপাশি শহরের চেয়ে গ্রাম অঞ্চলের লোকরাই বেশিরভাগ আক্রান্ত হচ্ছেন । চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

চাঁদপুর সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৫ দিনে সর্বমোট ৩০ জন করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেন। এদের প্রত্যেকের বয়সই পঞ্চাশোর্ধ।

গত চার দিনে করোনায় মৃতরা হলেন চাঁদপুর সদর বাবুরহাট এলাকার শাহানারা বেগম (৫৫),হাজীগঞ্জের নৌহাটা এলাকার আবুল বাশার (৭০), শাহরাস্তির রায়শ্রী এলাকার বিনয় ভূষণ (৭০), শাহরাস্তির শোরশাক এলাকার নূর ইসলাম (৭০)।

শুক্রবার ও শনিবার করোনায় উপসর্গে মৃতরা হলেন- শাহরাস্তির ফতেপুর এলাকার মোঃ আবুল হোসেন (৭৫), ফরিদগঞ্জের মনতলা এলাকার রেজিয়া বেগম (৫৫), হাজীগঞ্জের বড়কুল এলাকার শেফালী (৫২), মতলব উত্তরের ইন্দুরিয়া এলাকার তফুরা খাতুন (৬৫), চাঁদপুর শহরের নতুনবাজার এলাকার তাজুল ইসলাম (৬০), ফরিদগঞ্জের কাচিয়ারা এলাকা আমির হোসেন (৬০), চাঁদপুর শহরের বিটি রোড এলাকার রেজিয়া বেগম (৫৫), কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর এলাকার হালিমা খাতুন (৩৫), ফরিদগঞ্জের বাথিলুবা এলাকার শামসুন্নাহার (৬৫)।
রোববার ও সোমবার উপসর্গে মৃতরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর এলাকার আঃ মমিন সরদার (৬৫), হাইমচরের আলগী এলাকার আনোয়ারা বেগম (৫০), ফরিদগঞ্জের ধানুয়া এলাকার জামাল শেখ (৯৫), শরীয়তপুরের সখিপুর উপজেলার তারাবুনিয়া এলাকা মোঃ হোসেন (৬০), হাইমচরের ভিঙ্গুলিয়া এলাকার মমতাজ বেগম (৬০), মতলব উত্তর উপজেলার উত্তর লুধুয়া এলাকার রেহেনা (৩৫), মতলব দক্ষিণ উপজেলার আড়ংবাজার সালেহা (৫২), চাঁদপুর সদরের ধানুয়া বাজার এলাকার ফুলবানু (৫০), একই উপজেলার মহামায়া এলাকার জাহানারা বেগম (৬৫), ফরিদগঞ্জের হর্নি দুর্গাপুর এলাকার মিজান (৪৫), চাঁদপুর সদরের রাজরাজেশ্বরের মোঃ নাছির উদ্দিন (৭৫), একই উপজেলার রঘুনাথপুর এলাকার আঃ লতিফ (৬৫)।

দেখা গেছে হাতে গনা কয়েকজন ছাড়া এসব মৃত ব্যক্তিদের বয়স বেশির ভাগই ৫০ বছরের উপরে।

এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, ’প্রথমে বয়স্করা করোনায় বেশি আক্রান্ত হলেও বর্তমানে বয়স্কদের পাশাপাশি যুবকরাও আক্রান্ত হচ্ছেন। তবে তরুণ যুবকদের শারীরিক অবস্থা ভালো থাকার কারণে এবং ডায়াবেটিক, শ্বাসকষ্ট এবং হার্টের সমস্যা না থাকায় তাদের মৃত্যু ঝুঁকি কম। তারা চিকিৎসা সেবায় করোনা থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়ে উঠছেন।’

তিনি জানান,’গত কদিনে চাঁদপুর সরকারি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনায় আক্রান্ত যারা মৃত্যুবরণ করেছেন, তাদের বেশিরভাগই বয়োবৃদ্ধ এবং বয়স্ক । তাদের ডায়াবেটিক শ্বাসকষ্ট এবং হার্টের সমস্যার কারণে শারীরিক অবস্থা ভালো না থাকায় মত্যুবরণ করছেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ