Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে করোনায় আরও ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ আক্রান্ত

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২১, ১২:১২ পিএম | আপডেট : ২:৫৯ পিএম, ৩ আগস্ট, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে নোয়াখালীতে আরও ৬জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৫জন মারা গেছেন কোভিড ডেডিকেটেড হাসপাতালে ও অপরজন চাটখিল উপজেলায়। এদিকে গত ২৪ঘন্টায় জেলায় নতুন করে আরও ২৯৩জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, যা জেলায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত। নমুনা পরীক্ষা বিবেচনায় নতুন শনাক্তের হার শতকরা ৩৩ দশমিক ৫৬ভাগ।

আজ মঙ্গলবার করোনায় শনাক্ত ও মৃত্যুর তথ্যগুলো নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার ও কোভিড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ।

ডা. নিরুপম দাশ বলেন, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ৫জন রোগির মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯জন রোগি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮৭জন। যার মধ্যে ১৪জন পুরুষ ও ১৬জন নারীর অবস্থা আশংকাজনক। তাদের শারীরিক অবস্থার উন্নতি করার জন্য চিকিৎসা চলছে। সোমবার সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬জন রোগি।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় জেলার তিনটি পিসিআর ল্যাবে ৮৭৩টি নমুনা পরীক্ষা করে ৫৮০জনের নেগেটিভ ও ২৯৩জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। জেলা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬হাজার ৩৩৯জন। যার মধ্যে সুস্থ্য হয়েছেন ১০হাজার ১০০জন রোগি। নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি জেলার সদরে ১০৯জন, এছাড়াও বেগমগঞ্জে ৪৩, সেনবাগে ৪০, কোম্পানীগঞ্জে ৩৫, সোনাইমুড়ীতে ২৭ ও কবিরহাটে ১১জন রোগি রয়েছে। সিভিল সার্জনের তথ্যমেত জেলায় মোট মৃত্যু ১৮৮জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ