Inqilab Logo

শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সাড়ে ৮ বছর পর ফিরলেন মোশারফ রুবেল

প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বিশেষজ্ঞ স্পিন কোচ হিসেবে ৭ দিনের অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছিলেন ঢাকায় ভারতের সাবেক বাঁ হাতি স্পিনার ভেঙ্কটপতি রাজু। জাতীয় দলের ৩০ সদস্যের প্রাথমিক দলে না থেকেও পেয়েছিলেন রাজুর ওই ক্যাম্পে ডাক পেয়েছিলেন মোশারফ হোসেন রুবেল। নেটে এই বাঁ হাতির বোলিং দেখে রীতিমতো অভিভুত ভেঙ্কটপতি রাজু, কোচ হাতুরুসিংহের কাছে তার প্রস্তাবÑ‘এই ছেলেটিকেই তো জাতীয় দলে দরকার।’ রাজুর ওই কথায় হয়েছে কাজ, ৩০ সদস্যের দলকে যখন ২০ সদস্যের পুলে নামিয়ে আনা হলো, তখন ২০ জনের পুলে পেলেন জায়গা মোশারফ হোসেন রুবেল। হোম সিরিজ বলেই যখন তখন যে কাউকে ডেকে স্কোয়াডে অন্তর্ভূক্ত করা যায় বলে আফগানিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ঘোষিত ২ ম্যাচের ওয়ানডে স্কোয়াডে মোশারফ রুবেলকে বিবেচনায় আনেননি মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। ছাড়পত্র পেয়ে বগুড়ায় ঢাকা মেট্রোর বিপক্ষে জাতীয় লীগের ম্যাচ খেলতে গিয়েছিলেন ঢাকা বিভাগের হয়ে। বৃষ্টি বিঘিœত ম্যাচে বল হাতে নিতে পারেননি। গত পরশু পরিত্যক্ত ম্যাচ শেষে ঢাকায় ফিরেই পেলেন নির্বাচকদের ফোন, গতকালই চলে এলেন নেটে। সাড়ে ৮ বছর আগে হয়েছে ওয়ানডে অভিষেক, অভিষেক সিরিজের তিন ম্যাচ খেলেই দল থেকে বাদ! ভারতের অনুমোদনহীন ক্রিকেট আইসিএলে খেলার অপরাধে ২ বছর সব ধরনের ক্রিকেটের বাইরে কাটিয়ে ফিরেছেন,করেছেন পারফর্ম। বিপিএলের দ্বিতীয় আসরে স্পট ফিক্সিংয়ের অভিযোগ থেকে পেয়েছেন নিস্কৃতি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক এই স্পিন অল রাউন্ডার সর্বশেষ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে ৩৫০ রান এবং ১৫ উইকেটে নিজেকে মেলে ধরেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৮৭ ম্যাচে ৩৩৯ উইকেট পাওয়া এই বাঁ হাতি স্পিনারকে গতকাল স্কোয়াডে জায়গা দিতে বাদ দিতে হয়েছে পেস বোলার রুবেলকে। গত বছর ১৪ ম্যাচে ১৮ ইনিংসে নিজেকে অন্যভাবে উপস্থাপন করে, বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় জয়ে অবদান রেখে পেস বোলার রুবেল আন্তর্জাতিক ক্রিকেটে এ বছর ফিরতে পারেননি সেভাবে। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৯-০-৬২-১, ওভারপ্রতি খরচা ৬.৮৮, দ্বিতীয় ম্যাচে সেখানে তিন ওভারের উইকেটহীন স্পেলে ওভারপ্রতি খরচা ৮.০০! ওয়ানডেতে রুবেলের এমন অমিতব্যয়ী বোলিংই ফিরিয়ে এনেছে ৩৪ বছর বয়সী মোশারফ রুবেলকে।
নির্বাচকদের পক্ষ থেকে এমন একটি ডাকের অপেক্ষায়ই নাকি ছিলেন এতোদিন এই বাঁ হাতি স্পিনারÑ ‘যহেতু দুই ম্যাচের জন্য টিম ঘোষণা করেছে, তাই অপেক্ষা করছিলাম এরকম কিছুর জন্য। এখন খুব ভালো লাগছে।’ সাড়ে ৮ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের সুযোগ পেয়ে মানিয়ে নিতে পারবেন বলে আত্মবিশ্বাসী মোশারফ হোসেন রুবেলÑ ‘প্রিমিয়ার লিগ বলেন আর যা-ই বলেন, খেলার মধ্যে ছিলাম। আর আমি উইকেটের চরিত্র সম্পর্কেও জানি। তো আমি কনফিডেন্ট যে ভালো করবো।’ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার লম্বা করার স্বপ্ন দেখছেন মোশারফ রুবেলÑ‘নিয়মিত পারফরর্ম দলে এসেছি। সব কিছু উজাড় করে দিয়ে জাতীয় দলের হয়ে পারফর্ম করতে চাই।’ তবে কাজটা যে কঠিন করে দিয়েছে আফগানিস্তান, তা মনে করছেন তিনিÑ‘অবশ্যই কাজটা অনেক কঠিন। আফগানিস্তান দুই ম্যাচেই ভালো খেলেছে। একটা ম্যাচ তো জিতেছেই। তারা ব্যাটিংয়েও অনেক ভালো, দু’জন লেগস্পিনার অনেক ভালো করছে। তাই বাড়তি দায়িত্ব নিতে হবে আমাকে।’



 

Show all comments
  • মাহবুবুর রহমান ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ১০:১০ এএম says : 0
    Good News
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাড়ে ৮ বছর পর ফিরলেন মোশারফ রুবেল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ