বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খালে নেটপাটা দিয়ে পয়ঃনিস্কাশন ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ৫টি পৃথক মামলায় ৫৫ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল এ জরিমানা করা হয়।
একটানা বৃষ্টিপাতের ফলে উপজেলার সকল ইউনিয়নে পয়ঃনিস্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। সরকারি খালে মাটির বাঁধ ও নেটপাটা দিয়ে পয়ঃনিস্কাশন ব্যবস্থায় প্রতিবন্ধকতার সৃষ্টি ও খাস খাল অবৈধ দখলে নিয়ে মাছ চাষ করায় এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন খাঁন ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেন। চাপড়া গ্রামের মাহবুবর রহমান দিংকে ১৫ হাজার টাকা, জাহাঙ্গীর হোসেন দিংকে ১৫ হাজার টাকা, মঞ্জুরুল ইসলাম শেখর দিংকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বইসখালী খালে নেটপাটা দেওয়ার অপরাধে হারুন সরদারকে ৩০০ টাকা জরিমানা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।