Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওমর সানী-মৌসুমীর বিয়ের ২৫ বছর

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

আজ তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীর বিয়ের ২৫ বছর পূর্ণ হয়েছে। ওমর সানী বলেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সবমিলিয়ে আমাদের বেশ ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আমি আর মৌসুমী বেশ সুখে আছি। আমাদের দুই সন্তান ফারদিন, ফাইজাহ ওরা দু’জনেই আমাদের আদর্শে মানুষ হচ্ছে, এটাই আসলে জীবনের সবচেয়ে বড় সুখ। ফারদিন জীবনকে বুঝতে শিখেছে-বাবা হিসেবে এটাই আমার চাওয়া ছিলো। শুধু চাইবো বাকীটা জীবন যেন ভাই-বোন নিয়ে একসঙ্গে কাটিয়ে দিতে পারে। আমি-মৌসুমী যেন সেই সুন্দর সময়টা উপভোগ করে যেতে পারি। মৌসুমী বলেন, ‘দেখতে দেখতে চোখের পলকে জীবন থেকে এতটা বছর পেরিয়ে গেছে-ভাবলেই শিহরিত হই। আমার বাবার মৃত্যুর পর সানীই আমাদের পরিবারের একমাত্র অভিভাবক। আমাদের পুরো পরিবারটিকে আগলে রেখেছে সে। সানীর মতো মানুষ জীবনে পাওয়া-এটা আল্লাহর বিশেষ রহমত। আমি সবসময়ই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে তিনি আমাকে সানীর মতো সুন্দর মনের, বড় মনের একজন মানুষকে আমার জীবনসঙ্গী হিসেবে উপহার দিয়েছেন। আর আমার দুই সন্তান আমার পৃথিবী। তাদের নিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। বাকীটা জীবন সুখে-দু:খে আনন্দে একসঙ্গে কাটিয়ে দিতে চাই। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওমর সানী-মৌসুমী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ