Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একদিনে করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড ৯৯৬ জন সিলেটে, মৃত্যু ৯ জনের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২১, ৪:২৫ পিএম

গত ২৪ ঘণ্টায় ৯৯৬ জন রোগীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে সিলেটে বিভাগে। এখন পর্যন্ত দৈনিক সর্বোচ্চ শনাক্তের রেকর্ড এটি বিভাগে। এছাড়া ্ওই সময়ে করোনা কবলে পড়ে মৃত্যু বরণ করেছেন ৯জন। ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৯৯৬ জনের মধ্যে ৩৫৭ জন সিলেট, সুনামগঞ্জ জেলায় ১০৬ জন, হবিগঞ্জে ৩৫১ জন, মৌলভীবাজারের ১৪০ জন ও চিকিৎসাধীন ৪২ জন রোগী রয়েছেন। সিলেটের ওসমানী হাসপাতালে। আজ রোববার (১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করা শনাক্ত হওয়া ৯৯৬ জনকে নিয়ে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪০ হাজার ৪৫২ জন সিলেট বিভাগে । এর মধ্যে সিলেট ২২ হাজার ৫৫ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৭১১ জন, হবিগঞ্জ জেলায় ৪ হাজার ৮৪৬ জন, মৌলভীবাজারে ৫ হাজার ৫৫৯ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ২৮১ জন। বিভাগে রোববার দৈনিক শনাক্তের হার ৩৮ দশমিক ৮২ শতাংশ। যার ৪০ দশমিক ৯২ শতাংশ সিলেট জেলায়, সুনামগঞ্জ ২৫ দশমিক ৭৩ শতাংশ, হবিগঞ্জে ৪৪ দশমিক ৩২ শতাংশ ও মৌলভীবাজারে ৩৬ দশমিক ১৮ শতাংশ। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ৯জন রোগী। ৪ জনই সিলেট ও ২ জন সুনামগঞ্জের বাসিন্দা। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মারা গেছেন চিকিৎসাধীন ৩ জন রোগী। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৭০২ জন। এরমধ্যে সিলেট ৫৪৪ জন, সুনামগঞ্জে ৫১ জন, হবিগঞ্জে ৩০ জন, ৬০ জন মৌলভীবাজারের ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৯ জন, হবিগঞ্জ একজন, ২ জন মৌলভীবাজারে ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪০৫ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৮৬ জন, সুনামগঞ্জে ৬৭ জন, হবিগঞ্জে ৩০ জন ও মৌলভীবাজারে ২২ জন ভর্তি রয়েছেন। একইদিনে বিভাগে নতুন করে আরও ৩০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী হয়ে উঠেছেন সুস্থ। এর মধ্যে ১৯৯ জন সিলেটের বাসিন্দা। এছাড়া ৩৪ জন সুনামগঞ্জে, ১৫ জুন হবিগঞ্জে, ৪৮ জন মৌলভীবাজারের বাসিন্দা। এদিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও ৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩০ হাজার ৮৪৩ জন। এরমধ্যে সিলেট ২০ হাজার ৯৯৫ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৩৫০ জন, হবিগঞ্জ ২ হাজার ৫১৫ জন, মৌলভীবাজারে ৩ হাজার ৮১২ জন ও ওসমানী হাসপাতালে ২১১ জন।
এদিকে সিলেটের চার জেলায় র‌্যাপিড এন্টিজেন টেষ্টের মাধ্যমে ২৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে সিলেট ১৬, সুনামগঞ্জ ১০১, হবিগঞ্জ ৬৮ ও মৌলভীবাজার ৫০ জন। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় বিভাগে ২২৪ জনকে নতুন করে পাঠানো হয়েছে কোয়ারেন্টিনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ