বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুরে বজ্রপাতে কামরুল বকাউল (১৭) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে তার সহপাঠী। ১ আগস্ট রোববার বেলা ১২ টার দিকে জেলার মতলব দক্ষিণ উপজেলার মাষ্টার বাজারস্থ বাঁকড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কামরুল বকাউল বাঁকড়া গ্রামের মিলন বকাউলের ছেলে।
আহত শহিদুল বকাউল একই বাড়ির শহিদুল বকাউলের ছেলে। তারা সম্পর্কে চাচাতো জ্যাঠাতো ভাই।
নিহত কামরুল বকাউল ঢাকার উত্তর বাড্ডা এলাকায় একটি কোম্পানিতে পারটেক্সে বোর্ডের কাজ করেন বলে স্বজনরা জানিয়েছেন।
তাদের সহপাঠী মুন্না বকাউল জানান, রোববার সকালে তারা মাস্টার বাজার এলাকায় ঘুরতে বের হয়ে রাস্তার একটি ব্রিজের উপর বসে বেশ কিছুক্ষণ সময় কাটান। পরে আকাশের অবস্থা ঘোলাটে দেখে বৃষ্টির আসতে পারে ভেবে বাড়ির দিকে রওয়ানা দেন।
মুন্না জানান, তাদের তিনজনের মধ্যে মুন্না কয়েক হাত দূরে ছিলেন। তারা বাড়ির কাছাকাছি যেতেই হঠাৎ বিকট শব্দে তাল গাছের উপর থেকে বজ্রপাত হয়ে তাদের গায়ে পড়ে।
মুন্না তার কান বন্ধ করে মাটিতে বসে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সে পেছন তাকিয়ে দেখতে পান নিহত কামরুল ও শহিদুল মাটিতে পড়ে আছে। সে তাদের কাছ থেকে একটু দূরে থাকায় তেমন কিছুই হয়নি।
পরে স্বজনরা তাদের সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফরহাদুল করিম পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মাস্টার বাজার এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।