বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকাগামী যাত্রীদের উপচে পড়া ভিড় চাঁদপুর লঞ্চঘাটে। ভিড় সামাল দিতে না পেরে অধিকাংশ লঞ্চই অতিরিক্ত যাত্রী ভোজাই করে স্বাস্থ্যঝুঁকি নিয়েই ছেড়ে গেছে।
গার্মেন্টসহ রপ্তানিমুখী শিল্প-কারখানার শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে রবিবার দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত লঞ্চ চালুর সিদ্ধান্ত নেয় সরকার।
সেই সুবিধা কাজে লাগিয়ে চাঁদপুরসহ এর আশপাশের জেলার লোকজন ভোর থেকে লঞ্চঘাটে ভিড় করতে থাকেন।
এদিকে ঘাটে যাত্রীর চাপ থাকলেও লঞ্চের সংখ্যা কম। ফলে জায়গা না পেয়ে অনেক যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা লঞ্চঘাটে অপেক্ষা করতে হচ্ছে।
ঘাটে যাত্রীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিআইডব্লিউটিএ, পুলিশ ও কোস্টগার্ড দায়িত্ব পালন করছেন।
লঞ্চ মালিক প্রতিনিধি বিপ্লব সরকার জানান, ঘাটে যে পরিমাণ যাত্রী রয়েছে, সেই অনুযায়ী লঞ্চ নেই। তাই কিছুটা বাড়তি যাত্রী নিয়ে লঞ্চ ছেড়ে যাচ্ছে। অল্প সময়ের জন্য লঞ্চ চলাচলের অনুমতি দেওয়ায় সকল মানুষ এক সাথে ঘাটে আসছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।