মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মুখে কালি ছুড়ে আটক হলেন এক ক্ষিপ্ত মহিলা। দিল্লিতে যান চলাচল সংক্রান্ত জোড়-বিজোড় ফর্মুলা সফল করার জন্য গত রোববার দিল্লিবাসীকে ধন্যবাদ জানানোর জন্য ছত্রসাল স্টেডিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল দিল্লি সরকার। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বক্তব্য দেয়ার সময় আচমকা এক মহিলা তাকে লক্ষ্য করে কালি ছোড়েন। কালির ছিটে কিছুটা মুখে এবং পোশাকেও লাগে কেজরিওয়ালের। পুলিশ সঙ্গে সঙ্গে ওই মহিলাকে আটক করলেও তিনি তাকে ছেড়ে দিতে বলেন। কেজরিওয়াল পুলিশের উদ্দেশ্যে বলেন, ওকে ছেড়ে দিন, যখনই দিল্লিতে ভালো কিছু হয়, এ রকম ঘটনা ঘটে। যদিও পরে অবশ্য ওই মহিলাকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া এ ঘটনাকে মুখ্যমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন। এর নেপথ্যে বিজেপি’র চক্রান্ত রয়েছে বলেও তিনি দাবি করেছেন। বিজেপি নেতা নলিন কোহলি অবশ্য সিসোদিয়ার অভিযোগকে নাকচ করে দিয়ে বলেছেন, বিজেপির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করা ওদের রাজনীতি। মনীশ সিসোদিয়া বলেন, যা কিছু হয়েছে, তাতে স্পষ্ট যে, দিল্লি পুলিশ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে যতœবান নয়। এখানে দিল্লির পুরো মন্ত্রিসভা বসেছিল। হাজারো লোক উপস্থিত ছিলেন। কিন্তু পুলিশ মোটেও সতর্ক ছিল না। এটা স্পষ্ট যে, এটা বিজেপি’র চক্রান্ত হওয়ায় পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। কাল এ ধরনের কর্মসূচিতে কেউ যদি এসিড বা বোমা ছুঁড়ে চলে যায়, তখন পুলিশ কি করবে? কেন্দ্রীয় সরকার এবং পুলিশকে এজন্য পদক্ষেপ নিতে হবে। পুলিশ যে ধরনের কাজ করছে তাতে তার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। দিল্লি পুলিশ অবশ্য মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় কোনো ত্রুটির কথা অস্বীকার করেছে। এদিকে, কালি ছোড়া ওই মহিলার দাবি, আম আদমি পার্টি ধোঁকা দিয়েছে। দিল্লিতে সিএনজি দুর্নীতি হয়েছে। তার কাছে এর প্রমাণ রয়েছে বলেও দাবি করেছেন ওই মহিলা।
টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।