Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তেলবাহী জাহাজে হামলায় ইরানকে দুষলো ইসরাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

আরব সাগরের ওমান উপকূলে ইসরাইলি একটি তেলের ট্যাংকারে হামলার ঘটনায় দুই নাবিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ট্যাংকারটিতে হামলার ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় ইরানকে দায়ী করেছে ইসলায়েল। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, তেলবাহী ট্যাংকারে হামলার জন্য ইরান দায়ী। নিহত নাবিকদের মধ্যে একজন যুক্তরাজ্যের ও অপরজন রোমানিয়ার নাগরিক। ওমানের রাজধানী মাসকট থেকে ১৮৫ মাইল উত্তর-পূর্ব উপকূলের মাসিরাহ দ্বীপে লাইবেরিয়ার পতাকাবাহী মার্সার স্ট্রিট নামের তেলের ট্যাংকারে এ হামলা চালানো হয়। ব্রিটেনভিত্তিক জোদিয়াক কোম্পানি এই জাহাজটি পরিচালনা করছিল। ওই কোম্পানির মূল মালিক হচ্ছেন ইসরাইলের ধনকুবের আইয়াল অফের। রয়টার্স, ইরনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরানকে দুষলো ইসরাইল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ