বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কঠোর বিধিনিষেধে ঢাকায় যেতে না পেরে মহাসড়ক বিক্ষোভ করেছেন রংপুরে আটকে পড়া শ্রমিকরা। শনিবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রংপুর নগরীর মডার্ন মোড়ে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। কর্মস্থলে যেতে না পেরে জেলার বিভিন্ন স্থানে আটকে পড়া শত শত শ্রমিক এ বিক্ষোভে অংশ নেন। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আশ্বস্ত করলে সড়ক অবরোধ তুলে নেন।
বিক্ষোভরত শ্রমিকরা অভিযোগ করেন, কারখানা খুলে দিলেও আমরা কীভাবে যাব সেকথা কেউ ভাবছে না। অথচ সময় মতো কারখানায় উপস্থিত হতে না পারলে মালিক আমাদের চাকরিতে রাখবেন না। তারা দ্রুত গণপরিবহন খুলে দেয়া বা বিকল্প কোনো উপায়ে খুঁজে বের করতে সরকারের প্রতি অনুরোধ জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।