Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় করোনা সংক্রমন রোধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২২ জনকে ২৩ হাজার টাকা অর্থদন্ড

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২১, ৫:৩৯ পিএম

করোনা সংক্রমন রোধে বিধি নিষেধ অমান্য করায় পটুয়াখালীর কলাপাড়ায় ২২জনকে ২৩ হাজার একশত টাকা অর্থ দন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার বেলা ১১টা থেকে ২ টা পর্যন্ত অভিযান চালিয়ে পৌরশহরের নতুন বাজার, নাচনা পাড়া চৌরাস্তা ও মহিলা কলেজ রোড ও কুয়াকাটা -কলাপাড়া মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল আইন, ২০১৮ এর ২৪(১) ধারা লংঘনে ২৪(২) ধার মতে ১৫ জনকে ১৪,০০০ হাজার টাকা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬, ৭২, ৭৫ ও ৭৬ ধারা মতে ৭জনকে ৯,১০০ টাকা অর্থ দন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল বলেন, ’করোনা সংক্রমন ও মৃত্যু সংখ্যা বেড়ে যাওয়ায় সংক্রমন প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের এ অভিযান। ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ